Kisi Ka Bhai Kisi Ki Jaan: সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে অলিম্পিক্স পদকজয়ী বক্সারকে
Bollywood Movie Updates: সম্প্রতি ভাইজানের পক্ষ থেকে এই ছবি সংক্রান্ত নতুন তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, এই ছবিতে দেখা যেতে চলেছে অলিম্পিক্সজয়ী বক্সারকে। আন্দাজ করতে পারছেন নামটা?
মু্ম্বই: সলমন খানের (Salman Khan) আগামী প্রোজেক্টগুলিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। 'টাইগার থ্রি', 'কিসি কা ভাই কিসি কি জান' এবং আরও বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে সামনেই। ইতিমধ্যেই আগামী ছবির মুক্তির দিনও বদলে গিয়েছে। নেট দুনিয়ায় নতুন মুক্তির দিন জানিয়ে পোস্টও করেছেন অভিনেতা। সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বাড়ছে। তার মূল কারণ, এই ছবিতে প্রথমবার তাঁকে পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি, এই ছবি দিয়েই বলিউডে বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল। ফলে নতুন বেশ কিছু মুখ বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। সম্প্রতি ভাইজানের পক্ষ থেকে এই ছবি সংক্রান্ত নতুন তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, এই ছবিতে দেখা যেতে চলেছে অলিম্পিক্সজয়ী বক্সারকে। আন্দাজ করতে পারছেন নামটা?
সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে কোন বক্সারকে?
সম্প্রতি সলমন খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন তিনি। তাঁদের প্রত্যেকের হাত মুঠো করা। সলমন খানের পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহকে (Vijender Singh)। ছবি পোস্ট করে বলিউডের ভাইজান জানিয়েছেন যে, তাঁর আগামী ছবিতে দেখা যেতে চলেছে বিজেন্দ্র সিংহকে। সলমনের এই ঘোষণায় দারুণ খুশি তাঁর অনুরাগীরা। পাশাপাশি বিজেন্দ্র সিংহর অনুরাগীদেরও দেখা গিয়েছে পোস্টের নিচে গিয়ে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করতে।
আরও পড়ুন - Kothamrito Song Out: 'থেকেছি ভাবে আড়িতে', কৌশিক-অপরাজিতার 'কথামৃত' ছবির প্রথম গান প্রকাশ্যে
প্রসঙ্গত, কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন সলমন খান। অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। ছবির শ্যুটিং থেকে সমস্ত কাজ থেকেই সাময়িক বিরতি নিয়েছিলেন। ছোট পর্দায় তাঁকে বর্তমানে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে রিয়েলিটি শো 'বিগ বস ১৬'র। দীপাবলির সপ্তাহে তিনি এই শোয়ের সঞ্চালনা করতে পারেননি। তাঁর পরিবর্তে 'উইকেন্ড কা ভার'-এ সঞ্চালনা করেন কর্ণ জোহর।
অন্যদিকে, 'কিসি কা ভাই কিসি কি জান' ছাড়াও সলমন খানকে দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের বিপরীতে। ভাইজানের দুটো ছবিই মুক্তি পাবে আগামী বছর। এখনও পর্যন্ত জানা গিয়েছে এমনটাই।