Lata Mangeshkar Birthday: লতা মঙ্গেশকরের জন্মদিনে কীভাবে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও পিছিয়ে নেই তাঁদের প্রিয় লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয়।
মুম্বই : লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কী পরিচয় দিতে হবে তাঁর? তিনি আমাদের দেশের কিংবদন্তি গায়িকা? নাইটিঙ্গল! না। লতা মঙ্গেশকর নামটাই যথেষ্ঠ। কোনও পরিচয় কিংবা বিশেষণ দরকার হয় না এই নামের আগে। লতা মঙ্গেশকর শব্দটাই একটা বিশেষণ। একটা পরিচয়ের আধার। সেই সুর সাম্রাজ্ঞীর ৯২তম জন্মদিন। গোটা দেশ কুর্নিশ করছে। শুভেচ্ছা, অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন দেশের অন্যতম সেরা আইকনকে। বাদ যান কী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! তিনিও সোশ্যাল মিডিয়ায় সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন লতাজি-র জন্য। দেশের এমন কোনও নাম নেই, যিনি লতা মঙ্গেশকরের জন্মদিনে নিজের মতো করে শুভেচ্ছা জানাননি।
প্রথমেই আসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'সম্মানীয় লতা দিদিকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা। তাঁর সুরেলা কণ্ঠ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কোনওদিন। গোটা পৃথিবী তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছে। ভারতীয় সংস্কৃতির একজন ধারক এবং বাহক হিসেবে তাঁকে সকলেই শ্রদ্ধা করে। ব্যক্তিগতভাবে মনে করি ওঁর আশির্বাদ পাওয়া মানে শক্তির আধার থেকে শক্তি পাওয়া। লতা দিদির দীর্ঘ এবং সুস্থ্য জীবনের জন্য প্রার্থনা করি।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও পিছিয়ে নেই তাঁদের প্রিয় লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয়।
আরও পড়ুন - Ranjit Mallick Birthday: জন্মদিনে জেনে নিন রঞ্জিত মল্লিক সম্পর্কে কয়েকটা অজানা তথ্য
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কিংবদন্তি লতা জি-র জন্মদিনে ১০০টা গাছ দিয়ে শুভেচ্ছা জানাই। রেডিও শুনছিলাম। আপনারই গাওয়া সাতের দশকের গান বাড়ছিল তাতে। আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল যেন শুধু একটা গান নয়। যেন ফুলের বৃষ্টি ঝরে পড়ছে চারপাশে। ঠিক যেমন আপন বেগে গঙ্গা বয়ে যাচ্ছে। আপনারও গানও তেমন অনুভূতি দেয়।অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা জানাই।' সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি শরদ শিল্পী উস্তাদ আমজাদ আলি খাঁ সাহেবও। তিনি লিখেছেন, 'আমাদের দেশের নাইটিঙ্গলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।' প্রসঙ্গত, লতা মঙ্গেশকর প্রায় ২০ টা ভাষায় ২৫ হাজারেরও বেশি গান গেয়েছেন।