Oscars 2023: অস্কারের মঞ্চে ঝড় তুলল 'নাটু নাটু' , কারা এই গানের কুশীলব ?
Natu Natu Oscars 2023: অস্কারের মঞ্চে ঝড় তুলল 'নাটু নাটু' , কারা গানের স্রষ্টা, কারা গাইলেন, কারা লিখলেন লিরিক ?
মুম্বই: 'সালসাও নয়, ফ্লেমেনকোও নয়, একেবারে দেশি নাচ', এমনই অনেকটা চ্যালেঞ্জ ছোঁড়ার স্টাইলে ডায়লগ থ্রো ছিল, 'নাটু নাটু'-র গানে। আজ্ঞে হ্যাঁ, দেশীয় গানই এবার সারা বিশ্বে ঝড় তুলল। অস্কার পেয়েছে 'নাটু নাটু।' (Natu Natu RRR) 'বেস্ট অরিজিনাল সং' বিভাগে এই প্রথম অস্কার পেল ভারত। আর শুধু অস্কার পেয়েই থেমে থাকেনি, অস্কার মঞ্চের (Oscars 2023) আশেপাশে সব 'গোরা'দেরকেই গানের রিদিমে উদ্ভুদ্ধ করে দিয়েছে এই ছবির দুই কুশীলব ! তাই আপনা আপনি গানের সঙ্গে চলে আসছে নাচ।
বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমা আবার গৌরবের আলোয়। এস এস রাজামৌলির আরআরআর-এর নাটু নাটু সেরা অরিজিনাল সং বিভাগে সেরার শিরোপা জিতল। নাটু নাটুর সুরে আজ আনন্দে ভাসছে সারা ভারতবর্ষ। 'নাটু নাটু' (আর আর আর) কমপোজ করেছেন এমএম কীরাভাণী। লিরিক করেছেন চন্দ্র বোস। এবার অস্কার ২০২৩ এর রেড কার্পেটে তিনি ভারতের তরফে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন। দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হয় ভারত থেকে মনোনীত 'নাটু নাটু।'
আর সবথেকে বড় কথা, এই ছবির গানের সঙ্গে নাচের স্টেপস নিয়ে ভাললাগা, এতোটাই ছড়িয়েছে যে, জিমে গিয়ে হাঁটু গেড়ে গানের রিদিম শরীরচর্চা করছেন দীপিকা। এবং সেই ইন্সটা ভিডিও তিনি শেয়ারও করেছেন। দীপিকার সৌন্দর্যে সম্মোহিত ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। কালো গাউনে দীপিকার লুক চোখ ধাঁধানো। রেড কার্পেটেই সম্মোহক উপস্থিতিতেই শুধু নয়, নিজের আত্মবিশ্বাসী বক্তব্যে ভারতীয় ঐতিহ্য এবং ভাবমূর্তির ছবি তিনি তুলে ধরলেন অস্কারের মঞ্চে। গৌরবান্বিত করলেন ভারতীয় নারীদের। সোশাল মিডিয়ায় দীপিকার ভূয়সী প্রশংসা করলেন আলিয়া ভট্ট, কঙ্গনা রানাওয়াত।
প্রসঙ্গত, অস্কার মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার। কার্তিকী গঞ্জালভেস পরিচালিত তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)ছবিটি ডকু শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা পেয়েছে। ইতিমধ্যেই এই জয়ের খবরে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) টুইটে অভিনন্দন জানিয়েছেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এর গোটা টিমকে।
আরও পড়ুন, অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার, দেশে এল জোড়া পুরস্কার, রইল বিজয়ীদের পুরো তালিকা
কার্তিকী গঞ্জালভেস পরিচালিত, নেটফ্লিক্স শর্ট ডকু 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এবার ভারতের মুকুটে জুড়ে দিল নয় পালক। বলাইবাহুল্য এই ওটিটি প্ল্যাটফর্মের এই ছোটগল্পটির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। তিনি তাঁদের এই কাজে হাইলাইটস নিয়ে নিয়েও টুইটে কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। পাশাপাশি এই বিভাগে 'হলআউট', 'মার্থা মিশেল এফেক্ট', 'স্ট্রেনজার অ্য়াট দ্য গেট', 'হাউ ডু ইউ মেসার অ্যা ইয়ার।'