Panchayat 4: 'অস্বস্তি হচ্ছিল...' 'পঞ্চায়েত ৪'-এর 'সচিবজী'র সঙ্গে চুম্বনের দৃশ্যের কোন অভিজ্ঞতা জানালেন সিরিজের 'রিঙ্কি' ?
Panchayat 4 Actor: একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছেন যে চিত্রনাট্য লেখার সময় এই সিরিজে একটি চুম্বন দৃশ্যের কথা বলা হয়েছিল। একেবারে শুরুতে কেউই এই দৃশ্য নিয়ে খুব একটা কিছু বলেননি।

Panchayat Season 4: জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এর সিজন ৪-এ বরাবরের মতই রিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন সানভিকা। তবে এই সিজনে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি (Panchayat) সেই কথাই জানিয়েছেন সিরিজের 'রিঙ্কি'। সারল্য আর আবেগপ্রবণতার জন্য বিখ্যাত এই সিরিজের ৪র্থ সিজনে (Panchayat Season 4) রিঙ্কি ও সচিবজীর মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত ঘনিয়ে ওঠার একটি দৃশ্য রয়েছে। এমনকী একটি চুম্বনের দৃশ্যও ছিল এই সিরিজে। তবে এই দৃশ্যে প্রথমে শ্যুটিং করতে আপত্তি জানিয়েছিলেন সানভিকা।
একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছেন যে চিত্রনাট্য লেখার সময় এই সিরিজে একটি চুম্বন দৃশ্যের কথা বলা হয়েছিল। একেবারে শুরুতে কেউই এই দৃশ্য নিয়ে খুব একটা কিছু বলেননি। কিন্তু তারপরে পরিচালক অক্ষত তাঁর সঙ্গে কথা বলেন। সানভিকা (Panchayat Season 4) বলেন যে তাঁকে পরিচালক অক্ষত জানান যে এই সিজনে একটি দৃশ্য রাখা হয়েছে যেখানে রিঙ্কি ও সচিবজী চুম্বন করবে।
'আমি প্রথমেই না বলেছিলাম', জানান সানভিকা
এই দৃশ্যটি মূলত ভাবা হয়েছিল একটি গাড়ির ভিতরে যা সানভিকাকে নিজের স্বস্তি, স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবায়। এই সিরিজের পারিবারিক দর্শকমহলে প্রবল জনপ্রিয়তা রয়েছে, ফলে এই দৃশ্য নেতিবাচক প্রভাব ফেলবে মনে করেছিলেন সানভিকা। তিনি (Panchayat Season 4) বলেন, 'তাই আমি বলেছিলাম যে আমাকে দুই দিন সময় দাও, ভেবে দেখি আমি এই দৃশ্য করতে রাজি কিনা বা পারব কিনা অস্বস্তি ছাড়া। কিন্তু তারপরে ভাবলাম পঞ্চায়েতের সব ধরনের দর্শক রয়েছে, তাদের মধ্যে একাংশ রয়েছেন পারিবারিক দর্শক। আমি চিন্তিত ছিলাম যে তারা কীভাবে এই দৃশ্যে প্রতিক্রিয়া জানাবে এবং নিজেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাই সেই সময়ই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম।'
তিনি জানান যে চুম্বনের দৃশ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয় এবং আরও সূক্ষ্ম ট্যাঙ্কের দৃশ্য আনা হয়। তবে সানভিকা জানান যে পরিচালকদের তরফে বলা হয়েছিল যে তারা কোনওভাবেই এই দৃশ্য অশ্লীলভাবে শ্যুটিং করবেন না। কিন্তু তারপরেও সানভিকা অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন।
তবে এখানে সানভিকা বলেন, 'জিতু এখানে খুবই ভাল মানুষ। তিনিই আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করান। আমরা খুব বেশি কথা বলি না, কিন্তু পারফর্ম করার সময়ে একে অন্যকে বুঝতে পারি। ফলে আমার আর জিতেন্দ্র কুমারের মধ্যে এক অদ্ভুত অব্যক্ত রসায়ন তৈরি হয়েছে।'
পঞ্চায়েত সিজন ৫ কবে আসবে
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে সানভিকা জানিয়েছিলেন যে আগামী বছরের শুরুর দিকে বা এই বছরের শেষ দিক থেকে 'পঞ্চায়েত'-এর সিজন ৫-এর জন্য শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে অনুরাগীদের যে আগামী সিজনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না।






















