Bollywood News: ব্য়াকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন, জয়া বচ্চনের উপর চটলেন পাপারাৎজিরা, গোটা পরিবারকে বয়কটের হুঁশিয়ারি
Jaya Bachchan: পাপারাৎজিদের কেন এত অপছন্দ করেন, তা নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় জয়াকে।

মুম্বই: পাপারাৎজি দেখলেই রেগে কাঁই হয়ে যান তিনি। চোখেমুখেই শুধু বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে না, বকাঝকাও করেন। বর্ষীয়ান অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চনকে একরকম ভয়ই পান পাপারাৎজিরা। সেই পাপারাৎজিরাই এবার জয়া এবং গোটা বচ্চন পরিবারকে বয়কটের হুঁশিয়ারি দিলেন। সম্প্রতি পাপারাৎজিদের নিয়ে যে মন্তব্য করেন জয়া, তাতেই এমন সিদ্ধান্ত তাঁদের। (Jaya Bachchan)
পাপারাৎজিদের কেন এত অপছন্দ করেন, তা নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় জয়াকে। জবাবে তিনি বলেন, “ওরা কারা? দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা আছে ওদের? আমি নিজে মিডিয়ার প্রোডাক্ট। আমার বাবা সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের সম্মান করি আমি। কিন্তু বাইরে যারা পাইপের মতো আঁটোসাটো, নোংরা প্যান্ট পরে, হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকেন…ভাবেন মোবাইল খাতলেই ছবি তোলা যায়, যা খুশি বলা যায়। আর যে ধরনের মন্তব্য করা হয়…কেমন মানুষ ওঁরা? কোথা থেকে আসেন? শিক্ষাদীক্ষা কী? ব্যাকগ্রাউন্ড কী?” (Bollywood News)
জয়ার ওই মন্তব্য ভাইরাল হতে সময় লাগেনি। আর তাতেই জয়ার উপর ক্ষুব্ধ পাপারাৎজিদের একাংশ। তারকাদের গতিবিধির উপর নজর রাখেন যে পাপারাৎজিরা, অনেক সময় খোদ তারকারা যাঁদের ডেকে পাঠান, তাঁরা জয়ার মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন। Viral Bhayani-র টিম বলে, “কোনও তারকাকে কখনও গালি দিইনি আমরা। আমরা নিজেদের কাজটা জানি। আমরাও মানুষ।”
পল্লব পালিওয়াল জানিয়েছেন, জয়ার ওই মন্তব্যের পরই তাঁর নাতি অগস্ত্য নন্দার ছবি ‘ইক্কিসে’র প্রদর্শনীতে পাপারাৎজিরা যাননি। তিনি বলেন, “উনি যা বলেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতি রবিবার অমিতাভ বচ্চন বাড়ির বাইরে আসেন। বড় বড় সংবাদপত্র ওসব দেখায় না। আমরা পাপারাৎজিরা দেখাই। দিনরাত পরিশ্রম করেন যাঁরা, পোশাক দেখে তাঁদের বিচার করা উচিত নয়। ওঁর মনে হতে পারে আমরা সংবাদমাধ্যম নই, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া। সবার আগে সোশ্যাল মিডিয়াতেই চোখ যায় মানুষের। পাপারাৎজি ছাড়া উনি যদি অগস্ত্যর ছবি প্রচার করতে পারেন করে দেখান।” বরিন্দর চাওলা বলেন, “এভাবে কাউকে অপমান করা যায় না। আমি তো সহকর্মীদের বলেছি, আত্মসম্মান সবার আগে। ওদের বয়কট করো।”
পাপারাৎজিদের উপর বরাবরই অসন্তুষ্ট জয়া। প্রায়শই পাপারাৎজিদের বকাঝকা করতে দেখা যায় তাঁকে। এমনকি সম্প্রতি সংসদভবন চত্বরেও একজন ছবি তুলতে গেলে ধাক্কা দেন তিনি। মেয়ে শ্বেতা বচ্চন জয়ার হয়ে সাফাই পর্যন্ত দিতে আসেন। কিন্তু তার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। আর সেই আবহেই জয়ার মন্তব্য বেঁকে বসেছেন পাপারাৎজিরা। বচ্চন পরিবারকে বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।























