Parambrata Chatterjee: গীটার বাজিয়ে 'ফেলুদা' গাইছেন রবীন্দ্রসঙ্গীত, পরমব্রতর সঙ্গী হলেন কে?
Parambrata Chatterjee as Feluda: সদ্য প্রকাশ্যে এসেছে অন্তরা আর পরমব্রতর একটি ভিডিও। অন্তরার হাতে উকুলেলে আর পরমব্রত হাতে গীটার। আর সেই গিটার বাজিয়েই তাঁরা গাইছেন, 'তুমি কেমন করে গান করো হে গুণী'
কলকাতা: ফেলুদা কী সঙ্গীতশিল্পীও ছিলেন? গান গাইতে পারতেন? সে কথা অবশ্য উল্লেখ করেননি সত্যজিৎ রায় (Satyajit Roy)। তবে অরিন্দম শীল (Arindam Sil)-এর 'শাবাশ ফেলুদা' (Shabash Feluda)-র নায়ক কিন্তু দিব্যি গাইতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-এর একটি ভিডিও। অন্তরা নন্দীর সঙ্গে গলা মিলিয়ে, গিটার হাতে তিনি গাইছেন, 'তিনি কেমন করে গান করো হে গুণী...'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
অন্তরা নন্দী, 'নন্দী সিস্টার্স'-দেরই একজন। সোশ্যাল মিডিয়ায় এই দুই বোনের গান ভাইরাল। সুরেলা কন্ঠ ইতিমধ্যেই জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তাঁরা। মনি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এ গান গেয়েছেন তাঁরা। দিদি অন্তরা কাজ করেছেন এ আর রহমানের (A R Rahman) সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তাঁদের ব্যালকনি কনসার্ট। পুণে নিবাসী এই দুই বোনের গলায় একাধিকবার শোনা গিয়েছে বাংলা গানও।
আর সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্তরা আর পরমব্রতর একটি ভিডিও। অন্তরার হাতে উকুলেলে আর পরমব্রত হাতে গীটার। আর সেই গিটার বাজিয়েই তাঁরা গাইছেন... 'তুমি কেমন করে গান করো হে গুণী.. আমি অবাক হয়ে শুনি..'। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অন্তরা লিখেছেন, 'ফেলুদা বাঙালির কাছে একমাত্র এবং অন্যতম আইকন। ওঁর সঙ্গে এই ভীষণ ক্যাজুয়্যাল জ্যাম, 'তুমি কেমন করে গান করো হে গুণী'। নতুন জেনারেশনের ফেলুদার সঙ্গে এই জ্যামটি তৈরি করেছি। অনেক ভুল-ত্রুটি হয়েছে, ক্ষমা করবেন।'
প্রসঙ্গত, সদ্য বাংলা ছবিতেও কাজ করেছে এই 'নন্দী সিস্টার্স'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর পরিচালিত ও প্রযোজিত ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এর জন্য অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে ও কথায় সদ্য একটি গান রেকর্ড করেছেন তাঁরা।
আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না
View this post on Instagram