Parambrata Chatterjee: ছেলেকে খাওয়াচ্ছেন, আদর করছেন... নায়ক পরমব্রত ধরা পড়লেন একেবারে অন্য ভূমিকায়
Parambrata Chatterjee News: পিয়া পরমব্রত ও ছেলের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে, পরমব্রত ছেলেকে আদর করছেন

কলকাতা: ধীরে ধীরে দায়িত্ব নিতে শিখছেন তাঁরা। শুরু করেছেন জীবনের এক নতুন অধ্যায়। তবে এখনও পর্যন্ত একরত্তিকে প্রকাশ্যে আনেননি তাঁরা। এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিলেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রয়েছে পিয়ার নিজের একটি সেলফি ও। দেখা যাচ্ছে পরমব্রত আর তাঁর একরত্তি পুত্রকে। আর নায়ক পরমব্রতকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। ছেলেকে খাইয়ে দিচ্ছেন তিনি। আদর করে আগলে, কোলে করে নিয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতকে এই ভূমিকায় দেখে, একেবারে প্রশংসার বন্যা।
পিয়া পরমব্রত ও ছেলের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে, পরমব্রত ছেলেকে আদর করছেন। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন তিনি। আর একটি ছবিতে রয়েছে একরত্তির দুটি মোজা পরা পা। আর একটি ছবিতে রয়েছে পিয়ার একটি সেলফি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে পিয়া লিখেছেন, 'পেরেন্টহুড'। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ছেলের নাম প্রকাশ্যে আনেননি পরমব্রত বা পিয়া কেউই। এর আগে, ফাদার্স ডে-তে একরত্তির হাতের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন পরমব্রত।
পিতৃদিবসে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত যে ছবি শেয়ার করে নিয়েছিলেন, সেখানে রয়েছে, একরত্তির খুদে হাত আঁকড়ে ধরে রয়েছে পরমব্রতর আঙুল। আর তার পরের ছবিতেই দেখা যাচ্ছে, পরমব্রতর ছোটবেলাকে। পাশে অভিনেতার বাবা। এই ছবি শেয়ার করে পরমব্রত লিখেছেন, 'একটা কথা প্রায়ই শোনা যায়, 'মা হওয়া কী মুখের কথা!' হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মা কে তা বর্ণনাতীত৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বৈ অন্য কিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কিভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল! পৃথিবীর সকল বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা।' এই একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়েছেন পিয়া। সেখানে তিনি পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন সমস্ত বাবাদের। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত তাঁর রুপোলি পর্দার বন্ধুরা থেকে শুরু করে সাধারণ অনুরাগীরাও। প্রত্যেকের পরমব্রতকে বাবা হিসেবে প্রথম পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন।
View this post on Instagram






















