Parambrata-Srijit: দীর্ঘদিন পরে সৃজিতের সিনেমায় ফিরেই বাজিমাৎ পরমব্রতর, প্রথম লুক এবিপি আনন্দে
Entertainment News: 'এক রুকা হুয়া ফয়সালা' নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য
কলকাতা: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ফের একটি মাল্টিস্টারার ছবি নিয়ে আসছেন, এই ঘোষণা হয়েছিল আগেই। আর তারপরে, যেমনটা স্বাভাবিক। সৃজিতের অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে প্রত্যাশা, চর্চা রয়েছেই। ছবির নাম নিয়ে অবশ্য এখনও পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে ঘোষণা হয়ে গিয়েছে কাস্টিংয়ের। মোট ১২জন তারকা রয়েছেন সৃজিতের এই নতুন ছবিতে।
'এক রুকা হুয়া ফয়সালা' নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। প্রযোজনায় এসভিএফ (SVF)। মুখ্যভূমিকায় রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), ও সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay)।
আজ এই ছবির মোট ৬টি চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। এই চরিত্রগুলির মধ্যে রয়েছেন ঋত্বিক, পর্দায় যাঁর চরিত্রের নাম হবে সুমিত। পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সত্য। অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করবেন রূপার চরিত্রে। অর্জুন চক্রবর্তী অভিনয় করবেন কৌশিকের চরিত্রে। ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনয় করবেন হাবুলের ভূমিকায়। কাঞ্চন মল্লিককে দেখা যাবে তাপসের ভূমিকায়। এই ছবিটিতে উঠে আসবে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।
এই ছবি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলছেন, 'আমাদের শ্যুটিং সদ্যই শেষ হয়ে গিয়েছে। এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। অনন্যা চট্টোপাধ্যায় আর সৌরসেনী মৈত্রের সঙ্গে প্রথম কাজ করলাম। পরমব্রতর সঙ্গে দীর্ঘদিন কাজ করে ভাল লাগছে। ভীষণভাবে অপেক্ষা করছি, কবে দর্শকেরা এই ছবিটি দেখবেন, নিজেদের মতামত জানাবেন।'
আজ যে লুকগুলি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে সবচেয়ে চমক রয়েছে পরমব্রত ও ঋত্বিকের লুকে। লাল পাঞ্জাবি, পাড় দেওয়া ধুতি, গলায় সিল্কের স্কার্ফে অচেনা পরমব্রত। অন্যদিকে কপালে তিন, একরঙা পাজামা পাঞ্জাবিতেও একেবারে অন্য লুকে দেখা যাবে ঋত্বিককে। চমক রয়েছে অনন্যা, ফাল্গুনী, অর্জুন ও কাঞ্চনের লুকেও।
আরও পড়ুন: Yuvika-Prince Parula: দুই থেকে তিন, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে প্রিন্স নারুলা ও যুবিকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।