Parambrata on Kahaani: বিদ্যা বালনের সঙ্গে কাজের ১৩ বছর পার, 'কাহানি'-র কাহিনী বললেন পরমব্রত
Parambrata Chattopadhyay: সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ছবি পোস্ট করে লিখেছেন, '১৩ বছর আগের কথা, সাত্যকি হয়ে কলকাতার আনাচে কানাচে সেই ঘুরে বেড়ানোর স্মৃতি এখনও যখন মনে করি, আমার হৃদয় ভরে ওঠে'

কলকাতা: আজই প্রকাশ পেয়েছে তাঁর নতুন চরিত্রের লুক। সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোস্যাইটি' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন তিনি। তবে কিছু কিছু চরিত্র, ছবি শেষ হওয়ার পরেও সঙ্গে রয়ে যায় বছরের পর বছর। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) কাছে তেমনই একটা চরিত্র হল সাত্যকি। 'কাহানি'-র সাত্যকি। সুজয় ঘোষের পরিচালনায় এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত। সে ১৩ বছর আগের কথা। আর সেই ছবি মুক্তির ১৩ বছর পরেও, আরও কত চরিত্রে অভিনয় করার পরেও সাত্যকি রয়েছে গিয়েছে পরমব্রতকে ঘিরে। বিপরীতে ছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে, ১৩ বছর আগের 'কাহানি'-র স্মৃতিতে ভাসলেন পরমব্রত।
সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ছবি পোস্ট করে লিখেছেন, '১৩ বছর আগের কথা, সাত্যকি হয়ে কলকাতার আনাচে কানাচে সেই ঘুরে বেড়ানোর স্মৃতি এখনও যখন মনে করি, আমার হৃদয় ভরে ওঠে। কাহানি শুধু একটা সিনেমা নয়, অভিনেতা হিসেবে আমার সফরের একটা বিশাল বড় মোড়। সময় পেরিয়ে যায়। কিন্তু কিছু কিছু চরিত্র মনে গেঁথে থাকে।' পরমব্রতর এই পোস্টে স্মৃতিতে ডুব দিয়েছেন অনেকেই। অনেকেই মনে করেছেন 'কাহানি' ছবিতে পরমব্রতর বিদ্যা বালনের সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত অভিনয় করার কথা। অনেকেই সোশ্যাল মিডিয়া প্রশংসাও করেছেন 'কাহানি' ছবিটির। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা পরিচালক যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেগুলি দেখেই বোঝা যায়, তখন অভিনেতার বয়স আরও ১৩ বছর কম। কিন্তু সেই বয়সেই 'কাহানি' যে তাঁর জীবনের অভিজ্ঞতার খাতায় কয়েকটা গুরুত্বপূর্ণ পাতা যোগ করেছিল, তা এখন যেন আরও বেশি করে উপলদ্ধি করেন পরমব্রত।
অন্যদিকে আজ 'কিলবিল সোস্যাইটি' -তে পরমব্রতর লুক প্রকাশ্যে এসেছে, তা বেশ চমকে দেওয়ার মতো। পরমব্রতকে এই প্রথম মুন্ডিত মস্তক লুকে দেখবেন অনুরাগীরা। তাঁর বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। এই প্রথমবার বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে কৌশানী ও পরমব্রতকে।
View this post on Instagram






















