Prabhat Roy: রবীন্দ্রনাথের গল্প নিয়ে পরিচালনায় ফিরছেন প্রভাত রায়, সঙ্গীত পরিচালনায় কবীর সুমন, গুরুদায়িত্ব একতারও
Prabhat Roy New Film: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'বলাই' কেই পর্দায় নিয়ে আসছেন পরিচালক। কেন এই গল্পকেই পছন্দ করেছিলেন প্রভাত রায়?

কলকাতা: একসময় তাঁর ছবি একদিকে যেমন ব্যবসা করেছে, তেমনই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দীর্ঘদিন পরে পরিচালনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। তবে একেবারে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে। ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে তাঁর লেখা প্রথম বই ক্ল্যাপস্টিক। আর এবার, ১০ বছর পরে পরিচালনায় ফিরে প্রভাত রায় অনুরাগীদের কী চমক দেন, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।
যাঁর এত কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তিনি ফিরে আসার জন্য স্বল্পদৈর্ঘ্যের ছবি কেন বেছে নিলেন? পূর্ণদৈর্ঘ্যের ছবি নয় কেন? এই কাজে প্রভাত রায়ের ছায়াসঙ্গী তাঁর কন্যা একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee)। তাঁর কথায়, 'এই ছবিটা আমার কাছে লিটমাস টেস্টের মতো। বাবার যে বয়সটা হয়েছে, সেই বয়সে তিনি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করার ধকলটা নিতে পারবেন কি না, সেটা আমার বোঝা দরকার। আর এখন যেভাবে ১২-১৩ দিনে এক একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবির শ্যুটিং হয়ে যায়, বাবা সেই ধারা খুব একটা পছন্দ করেন না। বাবার করা সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের শ্যুটিং ছিল 'সেদিন চৈত্রমাস' ছবিটির। সময় লেগেছিল ২৮ দিন। আমি সেই জন্য এই ছবির প্রযোজনাটাও নিজের হাতে রেখেছি। যাতে শ্যুটিংয়ে কয়েকটা দিন বেশি সময় লাগলেও, বাবা কারও কাছে দায়বদ্ধ না থাকেন।'
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'বলাই' কেই পর্দায় নিয়ে আসছেন পরিচালক। কেন এই গল্পকেই পছন্দ করেছিলেন প্রভাত রায়? একতা বলছেন, 'এই গল্পটা আসলে আমার পছন্দ। ছোটবেলায় পাঠ্যে থাকা এই গল্পটা আমায় ভীষণ ছুঁয়ে গিয়েছিল। তাই যখন ঠিক হল আমরা কোনও একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি করব, তখন বাবাকে আমিই এই গল্পটার কথা বলি। বাবা রাজি হয়ে যান। তবে উনি একটি শর্ত দিয়েছিলেন। এই গল্পের যদি চিত্রনাট্য ও সংলাপ আমি লিখি, তবেই উনি ছবিটি পরিচালনা করবেন। ফলে চিত্রনাট্য ও সংলাপের ক্ষেত্রেও এই ছবিটিই আমার ডেবিউ। প্রথমে ভেবেছিলাম এপ্রিল থেকেই শ্যুটিং শুরু করব। তারপরে মনে হল একটু গরমটা কমুক। পুজোর পরে শ্যুটিং হলেও অসুবিধা নেই। তবে মার্চ এপ্রিলের মধ্য়েই কাস্টিং চূড়ান্ত করে ফেলব।'
এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। তাঁর গলায় কী নতুন কোনও গান শুনতে পাওয়া যাবে? একতা বলছেন, 'হতেই পারে। কবীর সুমনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে। উনি ভীষণভাবে চেয়েছিলেন বাবার সঙ্গে ফের একটা কাজ করতে। আমায় বহুবার বলেছিলেন। তাই এই ছবিটার কথা যখন ওঁকে বলি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। হতে পারে উনি নতুন কোনও গান তৈরি করবেন। তবে নতুন কিছু না কিছু চমক থাকবেই।'
এই বছরে কেবল নতুন সিনেমাই নয়, আরও চমক পরিকল্পনা করছেন একতা ও প্রভাত রায়। একতার কথায়, 'ক্ল্যাপস্টিক এতটাই মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছে যে অনেকেই বলছেন ক্ল্যাপস্টিক ২ আনতে। তবে সেটা আমরা করব না। আমি এখন বাবির পুরনো চিত্রনাট্যগুলো পড়ছি। যে চিত্রনাট্য থেকে কখনও সিনেমা হয়নি, কিন্তু পাঠকদের পড়ে ভাল লাগবে, তেমন চিত্রনাট্যকে আমরা বই হিসেবে নিয়ে আসব।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
