Parambrata Marriage: পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে হাজির তত্ত্ব, নতুন জীবন শুরু পিয়ার সঙ্গে
Parambrata-Piya Marriage: পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা
কলকাতা: তাঁদের বিয়ের খবরে সিলমোহর পড়েছে ইতিমধ্যেই.. দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। আজই সাতপাকে বাঁধা পড়বেন 'টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর'। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের গুঞ্জন ছিল বটে তবে তা গোপনে। আজ প্রকাশ্যে আসে সেই খবর।
পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে, খুব ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সারবেন পরমব্রত ও পিয়া। ইতিমধ্যেই পরমব্রতর বাড়িতে হাজির হয়েছেন অতিথি অভ্যাগতরা। ছোট করে বিয়ের আয়োজন হলেও, রয়েছে তত্ত্বের মিষ্টি ও অন্যান্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও। তবে টলিউডের খুব বেশিজন উপস্থিত থাকবেন না এই বিয়েতে, এমনটাই জানা যাচ্ছে। ছোট করে অনুষ্ঠান হলেও নিয়মমাফিক বিয়ে হবে তাঁদের এমনটাই জানা যাচ্ছে।
পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা। তবে এবার একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। এর আগে একাধিক রেস্তোরাঁয় পিয়া ও পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে। পরমব্রতর সঙ্গে দেখা গিয়েছিল পিয়ার মা-কেও। আর এই সবই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল।
পরমব্রতর স্ত্রী পিয়া মানসিক স্বাস্থ্যকর্মী। সাইকোলজি নিয়ে কাজ করেন। অন্যদিকে, পরমব্রতও টলিউডের অন্যতম ব্যস্ত নায়ক ও পরিচালক। তিনি ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বলিউডে। পরমব্রতর সঙ্গে এর আগে একাধিক নায়িকার নাম জড়িয়েছিল। তবে কর্মক্ষেত্রের দিক থেকে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত নন পিয়া। কিন্তু বিনোদন জগতের সঙ্গে পিয়ার যোগাযোগ ছিল অনুপম রায়ের (Anupam Roy) হাত ধরে। পিয়া অনুপমের প্রাক্তন স্ত্রী।
পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা। এই বিদেশিনির সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর। তবে করোনাকালে এই সম্পর্কে ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত। তবে পিয়ার সঙ্গে সম্পর্ককে চিরকালই ভীষণ গোপনে রেখেছিলেন পরমব্রত। এর কারণ অবশ্য অনেকগুলো। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন (Anupam Roy) স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন পরমব্রত ও পিয়ার সম্পর্ককে। তবে সেই সময়ে এই গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন পরমব্রত ও পিয়া দুজনেই। তবে আজ জল্পনায় সিলমোহর... আজই পিয়ার পরম-প্রাপ্তি।
আরও পড়ুন: Sourav Ganguly Biopic: পর্দায় সৌরভ? আয়ুষ্মানের কথায় কি দাদার বায়োপিক নিয়ে ইঙ্গিত?