Paran Bandopadhyay Exclusive: 'গোটা বছরটা যেন হোঁচট খেতে খেতে পথ হাঁটলাম'
ফেলে আসা বছরের কথা বলতে গিয়ে করোনা পরিস্থিতির দুশ্চিন্তার কথা এড়াতে পারলেন না তিনি। তার মধ্যেও নতুন বছরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আশার কথা শোনালেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সামনে শো। বছরের প্রথম দিনে তাই রিহার্সাল চলেছে। নতুন বছরের প্রথমদিন বেশ কর্মব্যস্ততাতেই কেটেছে তাঁর। তবুও দিনের শেষে তাঁর গলায় ক্লান্তির লেশমাত্র নেই। তবে ফেলে আসা বছরের কথা বলতে গিয়ে করোনা পরিস্থিতির দুশ্চিন্তার কথা এড়াতে পারলেন না তিনি। তার মধ্যেও নতুন বছরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আশার কথা শোনালেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
করোনার দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন, সব মিলিয়ে ২০২১ সাল কেটেছে দুঃস্বপ্নে, দুশ্চিন্তায়। পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, গত দুবছর ধরে কিছু পরিকল্পনা করে এগোব সেই পরিস্থিতিই নেই। প্রত্যেক মুহূর্তে প্রিয়জনের বিয়োগ বার্তা কষ্ট দিয়েছে। আবার কারও সুস্থ হওয়ার খবর শুনে আনন্দ পেয়েছি। গোটা বছর যেন হোঁচট খেতে খেতে পথ হেঁটেছি। তার মধ্যেই ভালো খবরগুলো যেন এক ঝলক টাটকা বাতাস এনেছে। এগিয়ে চলার রসদ দিয়েছে। কখনও শীতের কনকনানি, কখনও রোদের উষ্ণতা, এইসব মিলিয়েই তো পথ হাঁটা। তবে আমি কখনও কিছু ভেবে পথ হাঁটি না, হাঁটতে হাঁটতে ভাবি। আশা করি আগামী বছর আমরা সবাই আরও একটু ভালো থাকব।'
তিনি চির নবীন। পুরনো বছরে পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে প্রেমের সংজ্ঞা বদলে গেল? একটু হেসে অভিনেতা বললেন, 'আমার প্রেম সমস্ত পরিস্থিতিতেই জেগে থাকে। প্রেমবর্জিত জীবন আমার কাটে না। আমি বিশ্বাস করি, যে ভালোবাসতে জানে, তার ভালোবাসা, অনাহারে, দুর্ভিক্ষে, দুর্দশাতেও বেঁচে থাকে। কেবল মানুষকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে অনেক কঠিন সময়ও পেরিয়ে আসা যায়। ভালোবাসার মতো ধারাল অস্ত্র পৃথিবীতে এখনও জন্মায়নি। ওই অস্ত্রটা যদি সবসময় শাণিত থাকে, তাহলে অনেক বাধা-বিপত্তি লঙ্ঘন করা যায়। ওই অস্ত্রটা আটেও থাকবে, আশিতেও থাকবে।'
সদ্য মুক্তি পেয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় আর দেব অভিনীত নতুন ছবি 'টনিক'। দর্শকদের প্রশংসায় ভাসছেন অভিনেতা। পরাণ বললেন, '২০২১-এ মানুষের প্রাপ্তি 'টনিক'-এর মত ছবি। আর আমার প্রাপ্তি দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা।'