Paran Banerjee: প্রচণ্ড গরমে অসুস্থ পরাণ বন্দ্যোপাধ্যায়, স্থগিত রাখলেন 'প্রধান'-এর শ্যুটিং
Paran Banerjee fallen ill: সামনেই, 'প্রধান' ছবিতে অভিনয় করার কথা পরাণ বন্দ্যোপাধ্যায়ের। 'টনিক'-এর পরে, ফের দেব-পরাণের জুটিকে পর্দায় ফেরাচ্ছেন পরিচালক অভিজিৎ সেন
কলকাতা: অসুস্থ পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। অত্যাধিক গরমে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছে অভিনেতার। গলায় ঠাণ্ডা লেগেছে, বুকে জমেছে সর্দিও। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই রয়েছেন অভিনেতা। 'ভয়েজ রেস্ট' নিতে বলেছেন চিকিৎসক। বেশি কথা বললে কাশি হচ্ছে অভিনেতার। আর তাই, আগামী ছবির শ্যুটিং পিছিয়ে দিয়েছেন অভিনেতা।
এবিপি লাইভের (ABP Live)-এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। অসুস্থতাও মলিন করতে পারেনি তার চির ঝলমলে হাসিটা। সেই হাসি মিশিয়েই বর্ষীয়ান অভিনেতা বললেন, 'বাঘকে ঝাঁপ দেওয়ার আগে একটু পিছিয়ে আসতে হয়। শ্যুটিং পিছিয়ে দেওয়াটাও সেইরকমই।' তারপরে বললেন, 'ভীষণ তাপপ্রবাহ। গরম-ঠাণ্ডা হয়ে যাওয়ায় একটু গলা বসেছে। বেশি কথা বললে কাশি হচ্ছে। চিকিৎসকের পরামর্শে ওষুধ আর ভাপ নিচ্ছি। খাওয়া দাওয়াও স্বাভাবিক রাখতে বলেছেন, তবে হালকা খাবার। জ্বর নেই। তবে বেশি কথা বলতে কষ্ট হচ্ছে। চিকিৎসক বলেছেন, ভয়েজ রেস্টে থাকতে। যেটা আমার অভিনয় করার প্রধান অস্ত্র, গলা, সেটাই জখম। অভিনয় করব কি করে! আর এসব ব্যাপারে আমি বরাবরই একরোখা। তাই আমার অংশের শ্যুটিং বন্ধ করতে বলেছি আপাতত। এই মাসটা বাড়িতেই থাকব। বিশ্রাম নেব। পরের মাস থেকে শরীর বুঝে ফ্লোরে ফিরব। আমার বয়স হয়েছে, তাই শরীরকে একটু বিশ্রাম দিয়ে কাজ তো করতেই হবে।'
প্রসঙ্গত, সামনেই, 'প্রধান' ছবিতে অভিনয় করার কথা পরাণ বন্দ্যোপাধ্যায়ের। 'টনিক'-এর পরে, ফের দেব-পরাণের জুটিকে পর্দায় ফেরাচ্ছেন পরিচালক অভিজিৎ সেন। অতনু রাজচৌধুরীর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এখানে কেবল দেব-পরাণ জুটি নয়, থাকছে আরও একটা আকর্ষণ। এই ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন অভিনেত্রী সৌমিকৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। সম্প্রতি শেষ হয়েছে তাঁর ধারাবাহিক 'মিঠাই' (Mithaai)। আর সেই ধারাবাহিকের মুখ্যচরিত্র হিসেবে নজর কেড়েছিলেন সৌমিতৃষা। এবার বড়পর্দায় পা রাখা নিয়ে ভীষণ উৎসাহী তিনি।
সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'নন্টে ফন্টে'। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে পরাণের। বয়সকে হেলায় হারিয়ে কাজ করে চলেছেন অভিনেতা। তবে এখন শ্যুটিং করতে সাধারণত কলকাতার বাইরে যেতে চান না তিনি। শেষবার অবশ্য সন্দীপ রায়ের (Sandip Roy)-এর ফেলুদার ছবি 'হত্যাপুরী'-র জন্য বাংলার বাইরে গিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?