Paresh Rawal: প্রথমভাগ সুপারহিট, তবুও কেন 'OMG 2' থেকে সরলেন পরেশ রাওয়াল?
Akshay Kumar: সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, ওএমজির সিক্যুয়ালের জন্য অফার করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই চিত্রনাট্য মনে ধরেনি তাঁর । আর সেই কারণেই ছবি থেকে সরে এসেছেন তিনি।
মুম্বই: এই ছবির প্রথম ভাগ সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। শুধু বক্সঅফিসে নয়, মানুষের মনেও জায়গা করে নিয়েছিল এই ছবি। আর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পরেই, এই ছবির সিক্যুয়ালের পরিকল্পনা করেন নির্মাতা। সেই মতো মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ওহ মাই গড ২ (OMG 2)। তবে, প্রথম ছবিতে অক্ষয়ের পাশাপাশি, এই ছবিতে নজর কেড়েছিলেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। কিন্তু সিক্যুয়ালে থাকছেন না তিনি। এই বিষয় নিয়ে এবার নিজেই মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, ওএমজির সিক্যুয়ালের জন্য অফার করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই চিত্রনাট্য মনে ধরেনি তাঁর । আর সেই কারণেই ছবি থেকে সরে এসেছেন তিনি। সেইসঙ্গে পরেশ রাওয়াল আরও বলেন, মুন্নাভাই ছবির সিক্যুয়াল আসা উচিত। তাঁর মতে, এই ছবিটির সিক্যুয়াল অপ্রয়োজনীয় ছিল। আর তাই, এই ছবির প্রস্তাব নাকচ করে দেন পরেশ।
অন্যদিকে, ছবির টিজার মুক্তির পরেই বিতর্কে জড়িয়েছে ওহ মাই গড ২। টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে? ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে আর অন্যদিনে, মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। আর টিজারে দেখা গিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে গঙ্গাজল ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়, অন্যদিকে, রেলওয়ের জলের বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে জলে স্নাত হচ্ছেন ধ্যানরত অক্ষয় কুমার। যিনি মহাদেব শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন, তাঁকে রেলওয়ের জল দিয়ে স্নান করানোতেই উঠেছে আপত্তি।
তবে কি নিষিদ্ধ হয়ে যাবে এই ছবি? সেন্টর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, 'সেন্সর বোর্ডের কোনও ছবিকে বাতিল করার ক্ষমতা নেই। সেন্সর বোর্ড কেবল ছবিটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে। যাতে বিশেষ কোনও দৃশ্যে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় ও ছবিটিকে আবার প্রেক্ষাগৃহে আনা যায়।
আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্তের জীবন নিয়ে তৈরি ছবির সম্প্রচার বন্ধ করল না দিল্লি হাইকোর্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
View this post on Instagram