এক্সপ্লোর
সঞ্জয় দত্তের জীবনীতে তাঁর বাবার চরিত্রে পরেশ রাওয়াল

মুম্বই: সঞ্জয় দত্তের বায়োপিকে সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করবেন বর্ষীয়াণ অভিনেতা পরেশ রাওয়াল। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সঞ্জুবাবার ভূমিকায় থাকবেন রণবীর কপূর। রয়েছেন দিয়া মির্জা ও ভিকি কৌশল। হিরানির মুখপাত্র জানিয়েছেন, পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে ছবিতে। সুনীল দত্ত ও সঞ্জয়ের মধ্যে বাস্তব জীবনে অসামান্য বোঝাপড়া ছিল। ছবির নানা মুহূর্তে গেঁথে দেওয়া হবে সেই সম্পর্কের টুকরো। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















