Bengali Cinema News: সিক্যুয়েল আসছে 'পারিয়া'র ! সমাজমাধ্যমে কী জানালেন তথাগত ?
Tathagata Mukherjee: গতকাল ১৫ মে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি এবং সেখানে দেখা যায় একটি ছবিতে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর দুটো বড় বড় লাল আঁচড়ের দাগ।
![Bengali Cinema News: সিক্যুয়েল আসছে 'পারিয়া'র ! সমাজমাধ্যমে কী জানালেন তথাগত ? Pariah Sequel Director Tathagata Mukherjee shares creepy post in social media Pariah Movie Updates Bengali Cinema News: সিক্যুয়েল আসছে 'পারিয়া'র ! সমাজমাধ্যমে কী জানালেন তথাগত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/0222c3393e941e470e7cf59f6eb8b1121715844382244900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকাল বুধবার জন্মদিন ছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের। আগে বেশ কিছু ধারাবাহিকে এবং ছবিতে অভিনয় করেছিলেন তথাগত (Tathagata Mukherjee)। পরিচালনায় হাতেখড়ি হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'পারিয়া' (Pariah) ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এবার কি সেই 'পারিয়া'-র সিক্যুয়েল আনতে চলেছে পরিচালক ? জন্মদিনে এমনই একটি ইঙ্গিতবহ পোস্ট দিলেন তথাগত মুখোপাধ্যায়। জল্পনা তুঙ্গে নেটিজেনদের।
বর্তমানে 'রোশনাই' ধারাবাহিকটি পরিচালনার কাজ করছেন তিনি। ছোটপর্দার কাজে ব্যস্ততার মাঝে জন্মদিনে নিজের সমাজমাধ্যমে 'পারিয়া'র (Pariah) সিক্যুয়েলের ঘোষণাই করলেন পরিচালক। ফুটপাথের কুকুরদের কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ছবিটি যা এই বছর ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল। পথকুকুরদের নিয়ে তৈরি এই ছবিতে কুকুরদের বেঁচে থাকার অধিকারকে মুখ্য করে তোলা হয়েছে যা বেশিরভাগ দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এবার সেই ছবির দ্বিতীয় ভাগ আনতে চলেছেন তিনি।
১৫ মে ছিল তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) জন্মদিন। ৩৯-এ পা দেন তথাগত। এদিনই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি এবং সেখানে দেখা যায় একটি ছবিতে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর দুটো বড় বড় লাল আঁচড়ের দাগ। নিচে লেখা '২০২৫'। আর এই ছবির ক্যাপশনে তথাগত কিছুই লেখেননি। আর এই পোস্টকে ঘিরেই জল্পনা বাড়ে নেটিজেন ও দর্শক-অনুরাগীদের মনে। তবে কি ২০২৫ সালেই আসছে 'পারিয়া'র সিক্যুয়েল। 'পারিয়া' (Pariah) ছবিতে যে বিপুল রক্তের বন্যা দেখা গিয়েছিল, সেই অনুষঙ্গকে ধরেই সম্ভবত এই ছবিতে রক্তের রঙে দুটি আঁচড় রেখেছেন তথাগত।
জন্মদিনে এই পোস্ট দিতেই পোস্টের কমেন্টে এসে অনেকেই তাঁকে (Tathagata Mukherjee) জন্মদিনের শুভেচ্ছা জানান। মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়েছিল তাঁর জন্মদিনের তোড়জোড়। বিবৃতি চট্টোপাধ্যায়, অঙ্গনা রায় প্রমুখরা ছিলেন এই জন্মদিনের সেলিব্রেশনে। এমনকী ইনস্টাগ্রামের স্টোরিতে বিবৃতি সেই কেক কাটার ছবিও ভাগ করে নিয়েছেন। তবে এই ছবি পোস্টের পর কেউ কেউ লেখেন, 'আর তর সইছে না। জলদি আসুক। তৈরি হোক পারিয়ার ইউনিভার্স।' আবার জনৈক অনুরাগী লেখেন, 'ওটিটিতে কবে আসবে তথাগতবাবু ?'
এখনও এই ছবির সিক্যুয়েল নিয়ে কিছুই বলেননি তথাগত মুখোপাধ্যায়। তবে জল্পনা যে সত্যি হতে চলেছে এমনটাই অনুমান করছেন দর্শক-অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rakhi Sawant: জরায়ুতে টিউমার, রাখী কি ক্যানসারে আক্রান্ত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)