Parineeti-Raghav: মুম্বইতে বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকা রয়েছে পরিণীতির, রইল রাঘবের সম্পত্তির হিসেবও
Raghav Parineeti Engagement: রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।'
কলকাতা: বাগদান সারলেন আম আদমি পার্টির (আপ) সর্বকনিষ্ঠ সাংসদ রাঘব চড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। শনিবার, দিল্লিতে, ঘনিষ্ঠ পরিবার পরিজন ও বন্ধুদের সামনে বাগদান সারেন রাঘব ও পরিণীতি। একজন রাজনীতির কথা বলেন, অপরজন রূপোলি পর্দার। দুই দুনিয়ার মেলবন্ধনে কিন্তু তাঁদের প্রেম জমেছে দিব্য। বাগদানে যেন পরিণীতির দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না রাঘব। যে দুই তারকা ঘর বাঁধতে চলেছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ কত জানেন কি? চোখ রাখা যাক।
রাঘবের সম্পত্তির হাল হকিকত
একজন রাজনৈতিক নেতা হওয়ার পাশাপাশি, রাঘব একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ডেলয়েট, শ্যাম মালপানির মতো আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেছেন রাঘব। ৫০ লাখের মতো সম্পত্তি রয়েছে তাঁর। একটি মারুতি স্যুইফট ডিস্যায়ার গাড়ি রয়েছে রাঘবের। এছাড়াও রয়েছে মোট ৯০ গ্রাম ওজনের গয়না, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। রাঘবের একটি নিজস্ব বাড়িও রয়েছে যার বাজারমূল্য ৩৭ লাখ।
পরিণীতির রাজকীয় জীবনযাত্রা
রাঘবের সম্পত্তির পরে, পরিণীতি চোপড়ার সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠতে পারে অনুরাগীদের। প্রায় ৬০ কোটির কাছাকাছি সম্পত্তি রয়েছে পরিণীতির নামে। মূলত ছবি ও বিজ্ঞাপনই তাঁর আয়ের উৎস। মুম্বইয়ের অভিজাত এলাকায় সমুদ্রের সামনে পরিণীতির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। অডি, জাগুয়ারের মতো বিলাসবহুল ব্র্যান্ডের ৪টি গাড়ি রয়েছে পরিণীতির।
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছেন রাঘব ও পরিণীতি। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। মুম্বই ও দিল্লিতে একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছিলেন রাঘব ও পরিণীতি। তবে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। গতকাল, দিল্লিতে সেই জল্পনায় শিলমোহর পড়েছে।
রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও। একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পোশাকে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।এদিনের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া একটি হলুদ রাফল শাড়ি পরে ক্যামেরাবন্দি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ছিলেন তাঁর স্ত্রীও। কালো শেরওয়ানি পরে দেখা গেল মণীশ মলহোত্রকে। অনুষ্ঠানের আগে পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হন প্রিয়ঙ্কা ও পরিণীতির তুতো বোন মান্নারা চোপড়াও।