Bollywood Update: অবিশ্বাস্য! এই সকল বলি-তারকাদের সঙ্গে হুবহু মিল রয়েছে যে সকল টেলি-তারকাদের
Bollywood Update: কে নেই সেই তালিকায়? পরভীন ববি, জায়েদ খান, শর্মিলা ঠাকুর, তমন্না ভাটিয়া, উদয় চোপড়ার মতো নাম দেখা যাবে।
নয়াদিল্লি: অক্ষয় কুমার (Akshay Kumar) 'জানেমন' ছবিতে একটি সংলাপ বলেছিলেন। 'বিশ্বে একই রকম দেখতে ৭ জন করে আছেন'। এই ব্যাপারে তেমন কোনও তথ্যপ্রমাণ না থাকলেও এটা বলাই যায় যে বলিউডে এমন বেশ কিছু তারকা আছেন যাঁরা একে অপরের সঙ্গে হুবহু মিলে যান। হয়তো কখনও দর্শকাসনে বসে আপনিও ভুল বুঝতে পারেন। কে নেই সেই তালিকায়? পরভীন ববি, জায়েদ খান, শর্মিলা ঠাকুর, তমন্না ভাটিয়া, উদয় চোপড়ার মতো নাম দেখা যাবে।
পরভীন ববি ও দীপশিখা নাগপাল
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপশিখা নাগপাল। ধারাবাহিক ছাড়াও একাধিক ছবিতেও অভিনয় করেছেন। শাহরুখ খানের সঙ্গে 'বাদশাহ' ও 'কোয়েলা' ছবিতে কাজ করেছেন। এই দীপশিখা নাগপালের মুখের সঙ্গে একেবারে হুবহু মিলে যায় অভিনেত্রী পরভীন ববির মুখ।
পরাগ চড্ডা ও জায়েদ খান
'জামাই রাজা' অনুষ্ঠানের মাধ্যমে টিভি দুনিয়ায় পা রাখেন পরাগ চড্ডা। ওঁর ছবি দেখে হামেশাই অনেকে অভিনেতা জায়েদ খানের সঙ্গে গুলিয়ে ফেলেন। সম্প্রতি কোনও ছবিতে অবশ্য জায়েদ খানকে কাজ করতে দেখা যায়নি।
ভ্রুশিকা মেহতা ও তমন্না ভাটিয়া
দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়া। একাধিক প্রথম সারির ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে ছোটপর্দায় জনপ্রিয় মুখ ভ্রুশিকা। 'দিল দোস্তি ডান্স' ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র ছিলেন। তমন্না ও ভ্রুশিকার মুখের ভীষণই মিল পাওয়া যায়।
জসকরণ সিংহ গাঁধী ও উদয় চোপড়া
জনপ্রিয় ধারাবাহিক 'মিলে যব হম তুম'-এ কাজ করেছেন জসকরণ। বলিউড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর মুখের প্রচণ্ড মিল পাওয়া যায়।
ডিম্পি গঙ্গোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর
'রাহুল দুলহনিয়া লে জায়েঙ্গে' নামে রাহুল মহাজনের সয়ম্বর সভা অনুষ্ঠানে জয়ী হন ডিম্পি গঙ্গোপাধ্যায়। রাহুলের সঙ্গে বিয়ে হয়। যদিও তা পরে ভেঙেও যায়। অনেকের মতে ডিম্পি গঙ্গোপাধ্যায়কে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মতো দেখতে।
আরও পড়ুন: The Kashmir Files: 'একঘেয়ে প্রশ্ন নয়', প্রচারে 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে মন্তব্য জন আব্রাহামের