The Kashmir Files: 'একঘেয়ে প্রশ্ন নয়', প্রচারে 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে মন্তব্য জন আব্রাহামের
The Kashmir Files: জন আব্রাহাম জানান যে তিনি এই ছবিটি দেখেননি এবং এটি সম্পর্কে তাঁর কিছু বলারও নেই। পরে ওখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে তিনি 'অ্যাটাক' ছবির প্রচারের জন্য হাজির হয়েছেন।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় জন আব্রাহামের 'অ্যাটাক' (John Abraham's Attack)। জোর কদমে চলছে ছবির প্রচার (Promotions)। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) বক্স অফিস ও দেশের রাজ্য রাজনীতি তোলপাড় করেছে। এবার ছবির প্রচারে জনকে সেই নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেলেন অভিনেতা। কী বললেন?
'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে জন আব্রাহাম
আপাতত 'অ্যাটাক' ছবির প্রমোশনে ব্যস্ত অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি তাঁকে এমনই এক প্রচার অনুষ্ঠানে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর 'দ্য় কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য করতে বলা হয়। তার উত্তরে বেশ বিরক্তই শোনালো অভিনেতাকে। 'একঘেয়ে' প্রশ্ন শুনে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন অভিনেতা।
'একঘেয়ে' প্রশ্ন 'বিরক্ত' জন
'অ্যাটাক পার্ট ১' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ ও রকুলপ্রীত সিংহকে দেখা যাবে। ১ এপ্রিল মুক্তির আগে চলছে শেষ দফার প্রচার পর্ব। এমনই এক সাংবাদিক বৈঠকে জন আব্রাহামকে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিডিয়ার প্রত্যেককে 'একঘেয়ে' প্রশ্ন করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন অভিনেতা।
জন আব্রাহাম জানান যে তিনি এই ছবিটি দেখেননি এবং এটি সম্পর্কে তাঁর কিছু বলারও নেই। পরে ওখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে তিনি 'অ্যাটাক' ছবির প্রচারের জন্য হাজির হয়েছেন। কেবলমাত্র সেই ছবি সংক্রান্ত প্রশ্ন করতে হবে। তিনি বলেন, 'আপনাদের নিউজ ডেস্কে বলা হয় বিতর্ক খুঁজে আনতে তারপর আপনারা এখানে এসে বলেন "দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কিছু বলুন"। কিন্তু কেন বলব আমি?'
আরও পড়ুন: RRR Box Office Collection: ৫ দিনেই সেঞ্চুরি পার! ১০০ কোটির ক্লাবে প্রবেশ 'আর আর আর' হিন্দির
এরপর তাঁর অপর ছবি 'সত্যমেব জয়তে ২' নিয়ে প্রশ্ন করা হলে আরও রেগে যান তিনি। এরপর পরিষ্কার করে জানিয়ে দেন অভিনেতা যে 'অ্যাটাক' ছাড়া অন্য কোনও ছবির প্রশ্নের উত্তর তিনি দেবেন না, তা সে অন্য কারও হোক বা নিজের।
আগামী ১লা এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) নতুন ছবি 'অ্যাটাক' (Attack)। সায়েন্স ফিকশন এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুগ্ধ করেছে নেটিজেনদের।