Pathaan Box Office: প্রথমদিনই বাংলাদেশের বক্সঅফিসে ঝড় তুলল 'পাঠান'! কত আয়?
Pathaan Box Office: বাংলাদেশের মোট ৪১টি স্ক্রিনে মুক্তি পেয়েছে 'পাঠান'।
কলকাতা: ১৯৭১ সালের পর এই প্রথম কোনও বলিউড ছবি মুক্তি পেল বাংলাদেশে। তাই এই ছবি নিয়ে বাংলাদেশের দর্শকের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে। প্রথমদিনেই বাংলাদেশের টাকায় ২৫ লক্ষ আয় করল 'পাঠান' (Pathaan)। যা ভারতীয় মুদ্রায় ১৯ লক্ষের কিছু বেশি।
উল্লেখ্য়, অ্য়ামাজন প্রাইমে ২২ শে মার্চ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির (Pathaan)। ছবির (Pathaan)একাধিক ডিলিট করা দৃশ্য়েও দেখা গেছে এখানে।
ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান (Pathaan), যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।
আরও পড়ুন...
Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' (Pathaan)। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি (Pathaan)। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের (Amir Khan) 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'(Pathaan)-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি (Pathaan)।
আরও পড়ুন...
জানা যায়, মুক্তির ষষ্ঠ সপ্তাহের শেষে অর্থাৎ ৩ মার্চ থেকে ৫ মার্চ দর্শকরা একটি টিকিট কিনলে আর একটি টিকিট পেয়েছিলেন একেবারে বিনামূল্য়ে। এই অফারটি পেতে, দর্শকদের কুপন কোড ব্যবহার করতে হয়েছিল:পাঠান (Pathaan)। এই ছবিকে (Pathaan) আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির (Pathaan) নির্মাতারা।