Pathaan Ticket Price: সাধ্যের বাইরে 'পাঠান'-এর টিকিট? দাম কমতে পারে ৩০ শতাংশ পর্যন্ত
Pathaan Ticket Price Drop: 'পাঠান' বক্স অফিসে রেকর্ড ভেঙে চলেছে একের পর এক। আর সেই বাঁধ ভাঙা ব্যবসা কেবল দেশেই নয়, চলছে বিদেশেও
কলকাতা: টিকিটের দাম সাধ্যের বাইরে? এখনও দেখা হয়ে ওঠেনি 'পাঠান' (Pathaan)? তাহলে আপনার জন্য সুখবর। ২৫ শতাংশ পর্যন্ত দাম কমতে পারে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ব্লকবাস্টার হিট এই ছবির।
'পাঠান' বক্স অফিসে রেকর্ড (Box Office Collection) ভেঙে চলেছে একের পর এক। আর সেই বাঁধ ভাঙা ব্যবসা কেবল দেশেই নয়, চলছে বিদেশেও। বিশ্বজুড়ে এই ছবির ব্যবসা খুব দ্রুত পৌঁছতে চলেছে ৬০০ কোটির ক্লাবে, তাও মাত্র ৬ দিনে। আর এই উন্মাদনাকেই ধরে রাখতে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন যশরাজ ফিল্মস (Yash Raj Films)-এর কর্ণধার আদিত্য চোপড়া। টিকিটের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে তবেই প্রেক্ষাগৃহে আরও বেশি ভিড় জমাবেন দর্শক, এই আশা নির্মাতাদের।
আরও পড়ুন: The Romantics: যশ চোপড়াকে উদযাপন নেটফ্লিক্সের, আসছে নতুন ডকু-সিরিজ 'দ্য রোম্যান্টিকস'
তবে জানানো হয়েছে, সব জায়গায় সমানভাবে কমবে না টিকিটের দাম। সব দিনের শোয়ের টিকিটের দামের মধ্যেও পার্থক্য থাকবে। জায়গা ও সেখানকার মানুষের চাহিদার উপর নির্ভর করে নির্ধারিত হবে টিকিটের দাম, জানিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। সপ্তাহের মধ্যে নাকি সপ্তাহান্ত, টিকিটের দাম নির্ধারণ করার সময় মাথায় রাখা হবে সেই হিসাবও। জানা যাচ্ছে, সবদিক ভাবনাচিন্তা করে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো হবে ‘পাঠান’-এর টিকিটের দাম।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি 'পাঠান'। ইতিমধ্যেই বিশ্বের বাজারে এই ছবি ৫৯১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ষষ্ঠ দিনে এই ছবির দেশে ২৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে হিন্দি সংস্করণের ব্যবসার পরিমাণ ২৫.৫০ কোটি, ও তামিল ও তেলুগু সংস্করণের ব্যবসার পরিমাণ ১ কোটি টাকা। অন্যদিকে দেশের বাইরে ষষ্ঠ দিনে এই ছবি ১৬ কোটি টাকার ব্যবসা করেছে। মাত্র ৬ দিনে এই ছবি ২৭.৫৬ মিলিয়ন ডলার আয় করেছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২২৪.৬ কোটি টাকা। অন্যদিকে ভারতে এই ছবির মোট আয় ৩০৭.২৫ কোটি টাকা যার মধ্যে হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ ২৯৬.৫০ কোটি ও তামিল-তেলুগু সংস্করণের ছবির পরিমাণ ১০.৭৫ কোটি টাকা।