এক্সপ্লোর
Advertisement
দেখুন, ‘পতি পত্নী আউর ও’র নতুন পোস্টারে কার্তিক আরিয়ানকে
নীল শার্ট-প্যান্টস আর চোখে চশমা – একেবারে মধ্যবিত্ত চেহারা। গোঁফের ফাঁকে মিষ্টি হাঁসি, আর টেপা চোখের দুষ্টুমিতেই মাত করেছেন তিনি। ছবির উপরে লেখা ‘পতি’।
নয়াদিল্লি: ‘সোনু কে টিটু টি সুইটি’র নায়ক কার্তিক আরিয়ানে মজে এখন তামাম বলিউড। তাঁর আগামী ছবি ‘পতি পত্নী আউর ও’র দিকে তাকিয়ে সিনেপ্রেমীরা। এরই মধ্যে প্রথম পোস্টারেই অনুরাগীদের মুগ্ধ করলেন কার্তিক। নীল শার্ট-প্যান্টস আর চোখে চশমা – একেবারে মধ্যবিত্ত চেহারা। গোঁফের ফাঁকে মিষ্টি হাঁসি, আর টেপা চোখের দুষ্টুমিতেই মাত করেছেন তিনি। ছবির উপরে লেখা ‘পতি’।
ছবিতে তাঁর চরিত্রটির নাম চিন্টু ত্যাগি। কানপুর নিবাসী এক মধ্যবিত্ত ছেলের চরিত্রে কার্তিককে মানিয়েছে বেশ। অন্তত পোস্টারে তেমনই ইঙ্গিত।
ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, দেখুন চিন্টু ত্যাগীকে, আদর্শ স্বামী।
পোস্টটি প্রকাশ্যে আসতেই সহ অভিনেত্রী ভূমি পেডনেকর কমেন্টে লিখলেন, ‘চিন্টুজী বেশি চোখ টিপবেন না। আমি আসছি শিগগিরিই।’
এই ছবিতে আছেন অনন্যা পাণ্ডেও। পরিচালনায় মুদাসার আজিজ।
১৯৭৮ এ এই একই নামে একটি ছবি হয়েছিল। অভিনয় করেছিলেন, সঞ্জীব কুমার, বিদ্যা সিংহ, রঞ্জিতা কাউর। নতুন ছবিটি সেই সিনেমারই নতুন রূপ।
এ বছর ডিসেম্বরেই মুক্তি পাবে ‘পতি পত্নী আউর ও’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement