Vivek Agnihotri: কেন বলিউডকে 'বয়কট' করছে মানুষ? বিস্ফোরক 'দ্য় কাশ্মীর ফাইলস' পরিচালক
হঠাৎ কেন এমন হল? কেন বলিউড ছবিগুলিকে বয়কট করছে নেট দুনিয়া? এই প্রসঙ্গে নিজের মতামত দিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক।
মুম্বই: বিগত বেশ কিছুদিন ধরে বলিউডের (Bollywood) বহু ছবিকে 'বয়কট' ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। আমির খানের 'লাল সিং চাড্ডা', অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' মুক্তির আগে থেকেই 'বয়কট' ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি 'লাল সিং চাড্ডা'কে প্রশংসা করার জন্য বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকেও 'বয়কট' করে নেট দুনিয়া। শাহরুখ খানের 'পাঠান' মুক্তি পাবে আগামী বছর। কিন্তু এখন থেকেই তিং খানের ছবিকে 'বয়কট'-এর ডাক দিয়েছে বহু নেট নাগরিক। কিন্তু হঠাৎ কেন এমন হল? কেন বলিউড ছবিগুলিকে বয়কট করছে নেট দুনিয়া? এই প্রসঙ্গে নিজের মতামত দিলেন 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) পরিচালক ।
'বলিউড বয়কট' প্রসঙ্গে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী-
কাশ্মীরি পণ্ডিতদের জীবন নিয়ে তৈরি হওয়া ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পাওয়ার খুব অল্প দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির আগে থেকেই বিতর্কও দেখা দেয়। দেশের বিভিন্ন রাজ্যে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়। এদিন এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, 'বলিউড আজ এই অবস্থায় রয়েছে কারণ, তারা নিজেদের ব্যর্থতা কোনও একজন ব্য়ক্তির উপর চাপিয়ে দিচ্ছে। মধ্যবিত্ত, শহুরে, মফস্বল এলাকায় গিয়ে মানুষদের মনের কথা জানতে চান। দেখতে পাবেন সাধারণ মানুষ বলিউডের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছে।'
আরও পড়ুন - Yash: কোনও 'খান' নয়, এই বলিউড অভিনেতার সঙ্গে কাজ করতে চাইলেন যশ
বিবেক অগ্নিহোত্রী জানাচ্ছেন যে, সাধারণ মানুষ ঔদ্ধত্ব, দ্বিচারিতা, প্রচারের অহেতুক টাকা খরচ এবং বলিউডের লাইফস্টাইল একেবারেই মেনে নেয় না। আর তাঁরা আজ আর এই সমস্ত কিছু সহ্য করতে রাজী নয়। এই কারণেই বলিউডের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ দর্শক। তিনি বলছেন, 'অস্কারের মঞ্চে যাতে 'দ্য কাশ্মীর ফাইলস' কোনওভাবে যেতে না পারে, তার জন্য ওরা এখনও প্রচার চালিয়ে যাচ্ছে। ওরা এই সমস্ত কাজে পারদর্শীষ যদি মানুষ ওদের ছবি বয়কট করে থাকে, তাহলে নিজেদের রাগ থেকে করছে। বলিউডের এই ঔদ্ধত্ব আর মেনে নিতে চায় না সাধারণ মানুষ। ওদের কী মনে হয়, সাধারণ মানুষ খুব বোকা? তারা কিছুই বোঝে না? তারা বলিউডের এই দ্বিচারিতা দেখতে পায় না? ইদের দিন, দিপাবলীর দিন ছবি মুক্তি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। এটাই বাস্তব।'
প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ব্যাপক সাফল্যের পর শোনা যাচ্ছে, 'দ্য দিল্লি ফাইলস' বানাতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। এছাড়াও বিভিন্ন সূত্রে খবর, করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের লড়াইয়ের উপরও তিনি ছবি তৈরি করতে চলেছেন।