Yash: কোনও 'খান' নয়, এই বলিউড অভিনেতার সঙ্গে কাজ করতে চাইলেন যশ
বলিউডের কোনও 'খান'-এর সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেননি তিনি। বরং, নাম করেছেন এমন এক অভিনেতার, যিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন খুব অল্প সময়ই জিতে নিয়েছেন।
মুম্বই: দক্ষিণী ছবির সুপারস্টার যশ (Yash)। 'কেজিএফ চ্যাপ্টার ওয়ান', 'কেজিএফ চ্যাপ্টার টু' এবং আরও অনেক ছবিতে অভিনয় করে দেশের অন্যতম বড় অভিনেতা তিনি। তাঁর জনপ্রিয়তা এবং অনুরাগীর সংখ্যাও নজরকাড়া। এবার সেই যশই জানালেন বলিউডের কোন তারকার সঙ্গে তিনি কাজ করতে ইচ্ছুক। না, বলিউডের কোনও 'খান'-এর সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেননি তিনি। বরং, নাম করেছেন এমন এক অভিনেতার, যিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন খুব অল্প সময়ই জিতে নিয়েছেন।
বলিউডের কোন অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন যশ?
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। ছবিতে যশের অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়। 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির পর যশের জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই যশই এবার বলিউডের এক নামী অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন। সেই বলিউড অভিনেতা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবির সুপারস্টার যশ বলেন, 'আমি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, তিনি অসাধারণ একজন অভিনেতা।' প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে কোনও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করতে চাইলেন। এর আগে অভিনেতা অনিল কপূরও 'গ্যাংস অফ ওয়াসেপুর' অভিনেতার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন।
আরও পড়ুন - Raju Srivastava Health: চিকিৎসায় কি উন্নতি হচ্ছে রাজু শ্রীবাস্তবের? কী জানাচ্ছেন তাঁর ভাই?
কোন বলি নায়িকার সঙ্গে কাজ করতে চান যশ?
কিছুদিন আগেই এক বলিউড নায়িকার সঙ্গেও কাজের ইচ্ছাপ্রকাশ করেন যশ। তিনি জানান, তিনি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করার অপেক্ষা করছেন। সেই অভিনেত্রী আর কেউ নন, নান আদার দ্যান দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলিউডে 'রাম লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' ও আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছেন দীপিকা। তবে, শুধু দর্শকদেরই নয়, তিনি পছন্দ অনেক তারকারও। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য ইচ্ছা প্রকাশ করেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হল 'কেজিএফ' তারকা যশের নামও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন যে, যদি সুযোগ দেওয়া হয়, তাহলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চান তিনি। আর তাঁর বিপরীতে অভিনয় করেই বলিউডে পা রাখতে চান অভিনেতা।