এক্সপ্লোর
Advertisement
বিহারে মূর্তি তৈরির উদ্যোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের জবাব
করোনাভাইরাসের দাপট সারা বিশ্বজুড়েই অব্যাহত। বিভিন্ন প্রয়াসের পরও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ভাইরাসের সংক্রমণ রুখতে সরকার লকডাউনের মেয়াদ পরপর বাড়িয়েছে। দেশে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা।
মুম্বই: করোনাভাইরাসের দাপট সারা বিশ্বজুড়েই অব্যাহত। বিভিন্ন প্রয়াসের পরও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ভাইরাসের সংক্রমণ রুখতে সরকার লকডাউনের মেয়াদ পরপর বাড়িয়েছে। দেশে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা।
তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার। কিন্তু এই কঠিন সময়ে অনেক পরিযায়ী শ্রমিকের কাছে মুশকিল আসান হয়ে উঠেছেন বলিউড তারকা সোনু সুদ। অনেকেই ট্যুইটারের মাধ্যমে তাঁর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। আর এতে পুরোদমে সাড়া দিয়েছেন অভিনেতা। এখনও পর্যন্ত সোনু সুদ কয়েক হাজার পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার ব্যবস্থা করেছেন। সোনু সুদের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেই। এবার বিহারে তাঁর মূর্তি তৈরির পরিকল্পনার কথাও সামনে এসেছে।
এই খবরে তাঁর প্রতিক্রিয়ায় সোনু সুদ বলেছেন, এই অর্থ কোনও গরিবকে সাহায্য করার কাজে লাগানো উচিত।
সংকটের সময় সামনে এগিয়ে আসায় সোনু সুদের প্রশংসায় কেউ কেউ কবিতাও লিখেছেন, আবার কেউ কেউ তাঁকে ত্রাতা বলেও অভিহিত করেছেন। এরইমধ্যে সোনু সুদের দরিয়া মেজাজের প্রশংসা করে এক ব্যক্তি ট্যুইট করে জানান যে, বিহারের সিওয়ান জেলে তাঁর মূর্তি তৈরির উদ্যোগ লোকে নিয়েছে।
কিন্তু সোনু এর জবাবে লিখেছেন, মূর্তি তৈরি না করে ওই অর্থ কোনও গরিবকে সাহায্য করার কাজে ব্যয় করা হোক। সোনু সুদের এই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর জবাব নিয়ে লোকজন তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement