সন্দীপ আমেরিকার একটি বিখ্যাত পাবে এক্সিকিউটিভ শেফ।
7/13
এই ছবিগুলি করিশ্মা নাইডুর ফলোয়াররা খুব পছন্দ করেন।
8/13
ইন্সটা-য় শেয়ার করা ছবিগুলিতে তাঁকে খুব সুন্দর লাগছে।
9/13
করিশ্মা নাইডুও দারুন স্টাইলিশ।
10/13
ইন্সটাগ্রামে তিনি নিজের, সানি লিওনের এবং স্বামী সন্দীপের ছবি প্রায়শই শেয়ার করেন।
11/13
সম্প্রতি সানি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভাই সন্দীপ ও তাঁর স্ত্রী করিশ্মা নাইডুর একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওটি সানি করিশ্মা নাইডুকেও ট্যাগ করেছিলেন। করিশ্মা নাইডুও ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন।
12/13
নীল রঙা পাটিয়ালাতে তাঁকে পঞ্জাবী তরুণী মনে হচ্ছিল।বিয়ের এই ছবি সানি তাঁর ইনস্টাগ্রাম ও ট্যুইটার পেজে শেয়ার করেছিলেন।
13/13
কয়েক মাস আগে বলিউড অভিনেত্রী সানি লিওনের ভাই সন্দীপ বোহরা বিয়ে করেছেন তাঁর গার্লফ্রেন্ড করিশ্মা নাইডুকে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি গুরুদ্বারে বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সানি লিওনকে দেখা গিয়েছিল পুরোপুরি পঞ্জাবি ঘরানার পোশাকে।