(Source: ECI/ABP News/ABP Majha)
Ponniyin Selvan 1: মণি রত্নমের বহু প্রতীক্ষিত 'পোনিয়িন সেলভান-১' টিজার পোস্টার প্রকাশ্যে
'Ponniyin Selvan 1' Teaser Poster Out: ছবির সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান। ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়।
নয়াদিল্লি: ঘোষণা করা হয়েছিল আগেই। এবার মুক্তি পেল ছবির প্রথম টিজার (First Motion Teaser)। মণি রত্নমের (Mani Ratnam) আগামী পিরিওডিক ড্রামা 'পোনিয়িন সেলভান-১'-এর (Ponniyin Selvan 1) প্রথম মোশন পোস্টার প্রকাশ্যে আসে শনিবার।
প্রথম টিজার প্রকাশ্যে
শনিবার 'লাইকা প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় টিজার। ক্যাপশনে লেখা হয়, 'দেখুন। নিজেকে আঁকড়ে ধরুন। উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য তৈরি হন। চোলেরা আসছে।' পোস্টারেও লেখা দেখা যায়, 'চোলেরা আসছে'। এবং সেই সঙ্গে এক গেরুয়া পতাকা উড়তে দেখা যায়।
ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার ফার্স্ট লুক পোস্টারও প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
এই বিগ বাজেটের 'লার্জার দ্যান লাইফ' ছবিটি প্রযোজনা করছেন 'লাইকা প্রোডাকশন', সঙ্গে 'মাদ্রাজ টকিস'। সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান। ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়।
View this post on Instagram
'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার সঙ্গে চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে।
ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল।