'A Holy Conspiracy': মুক্তির দিন ঘোষণা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ অভিনীত 'এ হোলি কনস্পিরেসি'র
'A Holy Conspiracy' Release Date: জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের বিখ্যাত নাটক 'ইনহেরিট দ্য উইন্ড'-এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই সিনেমা। পরিচালনায় শৈবাল মিত্র।
কলকাতা: বিভিন্ন চলচ্চিত্র উৎসবে (Film Festivals) ভূয়সী প্রশংসা লাভের পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) অভিনীত 'এ হোলি কনস্পিরেসি' (A Holy Conspiracy)। পরিচালনায় শৈবাল মিত্র (Saibal Mitra)। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
মুক্তি পাচ্ছে 'এ হোলি কনস্পিরেসি'
শৈবাল মিত্র পরিচালিত 'এ হোলি কনস্পিরেসি'তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই মহারথী তারকা অভিনেতাকে। একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে নাসিরউদ্দিন শাহ। জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের বিখ্যাত নাটক 'ইনহেরিট দ্য উইন্ড'-এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই সিনেমা। ছবিতে কৌশিক সেন, শুভ্রজিৎ দত্ত, বিপ্লব দাশগুপ্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রমণ চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, প্রদীপ রায়ের মতো দুর্দান্ত অভিনেতাদের পাশাপাশি বাংলাদেশের পার্থপ্রতিম মজুমদারকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।
ছবির গল্পে একজন বিজ্ঞানের শিক্ষক তার স্বাভাবিক বিজ্ঞান ক্লাসের আগে ধর্মের একটি বই পড়াতে অস্বীকার করেন, যে পরিস্থিতি পরে হাতের বাইরে চলে যায়। তাঁকে গ্রেফতার করা হয়। আদালতে বিজ্ঞান বনাম ধর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নবাণ চলে।
আরও পড়ুন: New Bengali Film: বাবার পরিচালনায় নায়ক ছেলে, আসছে 'লক্ষ্মী ছেলে'
ছবি প্রসঙ্গে পরিচালক শৈবাল মিত্র বলেন, 'করোনা মহামারী আছড়ে পড়ার ঠিক আগেই 'এ হোলি কনস্পিরেসি'র কাজ শেষ হয়। আর ছবিটি মুক্তি পাওয়ার জন্য আমাদের আড়াই বছর অপেক্ষা করতে হয়। অবশেষে আগামী ২৯ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। সকলেই আমরা খুশি। কেবলমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রইলেন না। তবে দর্শকরা এই ছবিতে দেখতে পাবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসির জির অনবদ্য যুগলবন্দি দেখতে পাবেন, প্রথম ও শেষবারের জন্য। তরুণ অভিনেতারা চলচ্চিত্রে অভিনয় কী তা অনেক কিছু শিখতে পারবে। ছবিটি ভারতের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের কথা বলবে। এই ভারত অনেক রঙ, বিশ্বাস, চিন্তার দেশ।'
ইন্দো-আমেরিকান প্রযোজনা সংস্থা 'ওয়ালজেন মিডিয়া অ্যান্ড এএমসি মিডিয়া' দ্বারা প্রযোজিত এই ছবি দেশজুড়ে ২৯ জুলাই মুক্তি পাবে।