করোনা আক্রান্ত অভিনেত্রী পূজা বেদী, 'স্বেচ্ছায় টিকা না নেওয়ার' কথাও জানালেন
ইন্ডাস্ট্রির একাধিক মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন। বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি তাঁকে এক সপ্তাহ পর ফের কোভিড টেস্টের পরামর্শ দিয়েছেন।
নয়াদিল্লি: স্বেচ্ছায় করোনা টিকা না নেওয়ার ব্যাপারে বেশ সরব ছিলেন অভিনেত্রী পূজা বেদী। তবে সম্প্রতি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী। এমনকী তিনি এও জানান যে তাঁর পরিচারিকা ও বাগদত্তাও কোভিডে আক্রান্ত।
View this post on Instagram
ক্যাপশনে লেখেন, 'কোভিড পজিটিভ!!! অবশেষে আমিও কোভিডে আক্রান্ত হলাম। আমি স্বেচ্ছায় টিকা নেওয়া থেকে বিরত থেকেছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার নিজের ইমিউনিটি ও ভাল থাকা নিজে থেকে হোক। তোমার জন্য যেটা ভাল সেটাই তো তুমি করবে। প্রত্যেক সচেতন থাকুন। প্যানিক করবেন না।' ভিডিওয় কথা বলতে বলতে তাঁকে একাধিকবার কাশতেও শোনা গেছে।
ইন্ডাস্ট্রির একাধিক মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন। বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি তাঁকে এক সপ্তাহ পর ফের কোভিড টেস্টের পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারিতে তাঁকে সমর্থন করে মুখ খুলতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাকে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন পূজা বেদী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ষোভ উগরে দেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে।
নিজের ট্যুইটার হ্যান্ডলে পূজা বেদী লেখেন, 'যদি আরিয়ানের কাছ থেকে কোনও মাদক না পাওয়া যায়, তাহলে কেন জেলের গারদের পিছনে একটি নির্দোষ ছেলেকে দিনের পর দিন কাটাতে হবে? কোনও কারণ ছাড়াই জেলে রেখে দেওয়ার জন্য ওর মানসিক ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। বিচার ব্যবস্থার সত্যিই এবার সংশোধন প্রয়োজন। এমন ব্যবস্থা নির্দোষ ব্যক্তিকে অপরাধী হয়ে উঠতে বাধ্য করে।'