এক্সপ্লোর
Advertisement
‘সড়ক ২’ তৈরিতে উদ্যোগী হয়েছিলেন সঞ্জয় দত্ত স্বয়ং:পূজা ভট্ট
মুম্বই: তৈরি হচ্ছে হিট ছবি ‘সড়ক’-এর সিকুয়েল। সেই ‘সড়ক-২’ তৈরি নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী-পরিচালক পূজা ভট্ট। আসন্ন ছবি নিয়ে এক সাক্ষাতকারে বলতে গিয়ে পূজা বলেন, এই সিকুয়েল তৈরি নিয়ে উদ্যোগী হয়েছিলেন স্বয়ং সঞ্জয় দত্ত, ‘সড়ক’ ছবিতে পূজার সহ-অভিনেতা।
১৯৯১ সালের এই রোম্যান্টিক থ্রিলার পরিচালনা করেছিলেন মহেশ ভট্ট। অভিনয় করেছিলেন পূজা ভট্ট এবং সঞ্জয় দত্ত। দ্বিতীয়বার ছবি তৈরির জন্যে পূজার কাছে অনুরোধ নিয়ে আসেন সঞ্জয়। তখনই পূজা সেকথা জানান মহেশ এবং মুকেশ ভট্টকে। সেখান থেকেই ‘সড়ক-২’ তৈরির উদ্যোগ।
তবে এই ছবির হাত ধরে কি ফের অভিনয়ের জগতে ফিরতে চলেছেন পূজা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর আর অভিনয়ের দুনিয়ায় ফেরার কোনও ইচ্ছে নেই। তবে ‘সড়ক-২’র সৌজন্যে দর্শকরা ৯০-এর দশকের ছোঁয়া পাবেন, মত পূজার। ২০১৯ সালে ১৫ নভেম্বর পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement