Poonam Pandey Death: সার্ভিকাল ক্যানসারে মৃত্যু পুনম পান্ডের !
Poonam Pandey : সার্ভিকাল ক্যানসারে মারা গেলেন মডেল অভিনেত্রী পুনম পান্ডে। শুক্রবার সকালে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলেই একটি পোস্ট করে এই দুঃসংবাদ জানানো হয়।
নয়াদিল্লি: ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালেই দুঃসংবাদ। বিতর্কিত মডেল এবং অভিনেত্রী পুনম পান্ডের (Poonam Pandey) অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়েছে সার্ভিকাল ক্যানসারে মারা গিয়েছেন তিনি। আর এই পোস্ট ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। ইনস্টাগ্রামে সেই পোস্টেই জানানো হয় বেশ কিছুদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী (Poonam Pandey Death)। মাত্র ৩২ বছর বয়সেই মারা গেলেন পুনম। যদিও তাঁর এই আকস্মিক প্রয়াণে ইন্ডাস্ট্রির অনেকেই শোকস্তব্ধ।
শুক্রবার সকালে পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয়, 'এই সকালটা আমাদের কাছে খুবই কষ্টের। গভীর দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, সার্ভিকাল ক্যানসারে আমাদের ভালবাসার পুনম (Poonam Pandey) মারা গিয়েছেন। যে যে মানুষ এতদিন পুনমের সঙ্গে দেখা করেছেন, পুনমের কাছে এসেছেন, তাদের প্রত্যেকেই পুনমের দয়ালু স্বভাব এবং উদার হৃদয়ের পরিচয় পেয়েছেন। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই দুরূহ শোকের সময়, আমরা পুনমের কথা ভেবে একটি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আমাদের স্মৃতিতে পুনম থেকে যাবেন যদিও।'
২০১৩ সালে 'নশা' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের জগতে ডেবিউ করেন পুনম পান্ডে (Poonam Pandey)। এই ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুনম যিনি তাঁরই এক ছাত্রের প্রেমে পড়ে যান। এই চরিত্রে অভিনয় করে প্রশংসা, নিন্দা এবং গঠনমূলক সমালোচনা সবই পেয়েছিলেন পুনম। তবে বরাবরই বিতর্কিত তাঁর জীবন। কঙ্গনা রানাউত সঞ্চালিত 'লক আপ' রিয়েলিটি শো-য়ের মঞ্চেই পুনমকে শেষবার দেখা গিয়েছিল। এই শো-তে এসেই ফের একবার শিরোনামে উঠে আসেন পুনম। শোয়ের একটি পর্বে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনম, এমনকী জানা যায় ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুনম বলেছিলেন যে ভারত যদি এই বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিনি নগ্ন হয়ে হেঁটে বেড়াবেন।
টেলিভিশনে বহু রিয়েলিটি শো-তে উপস্থিতি হয়েছেন পুনম পান্ডে (Poonam Pandey)। মালিনী অ্যান্ড কোং, খতরোঁ কে খিলাড়ি, বিগ বস ইত্যাদি। জানা যায়, ২০২০ সালে স্যাম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম, কিন্তু এই বৈবাহিক সম্পর্ক স্থায়িত্ব পায়নি। গার্হস্থ্য হিংসার অভিযোগে বিচ্ছেদ ঘটে পুনম এবং স্যামের।
পুনমের (Poonam Pandey Death) মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। অনেকেই এই সংবাদ যাতে মিথ্যে বা বিভ্রান্তিকর না হয়, সেটা প্রকাশ করে পুনমের আত্মার শান্তি কামনা করেছেন। কিছুদিন আগেই মলদ্বীপ বিতর্কের মাঝে মলদ্বীপে তাঁর একটি ফটোশ্যুট বাতিল করেন পুনম পান্ডে। শুধু তাই নয়, সেখানে শ্যুটের সময় সমস্যার কথা চিন্তা করে স্থান পালটে লাক্ষাদ্বীপে শ্যুট করার কথাও জানিয়েছিলেন তিনি।