এক্সপ্লোর
অমরেন্দ্র বাহুবলী কি দেবসেনার সঙ্গে প্রেম করছেন? দেখুন, কী বলছেন তিনি

মুম্বই: বাহুবলী ছবির অসম্ভব জনপ্রিয়তা প্রভাসকে জাতীয় পরিচিতি এনে দিয়েছে। দেশ জুড়ে তাঁর অসংখ্য মহিলা ফ্যান। কিন্তু শোনা যাচ্ছে, বাহুবলী সিরিজের অমরেন্দ্র বাহুবলী নাকি প্রেম করছেন ছবির দেবসেনা, অনুষ্কা শেট্টির সঙ্গে। প্রভাস অবশ্য এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তাঁর কথায়, কোনও অভিনেতা যদি কোনও অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে কাজ করেন, তখনই এ ধরনের গুজব শুরু হয়। অতএব এটা নতুন কিছু নয়, তিনি এমনই আশা করছিলেন। আগে খারাপ লাগলেও এখন এ ধরনের জল্পনায় তিনি কান দেন না। অনুষ্কা ও প্রভাস একসঙ্গে চারটে ছবি করেছেন- বিল্লা (২০০৯), মির্চি (২০১৩), বাহুবলী: দ্য বিগিনিং (২০১৫) ও বাহুবলী: দ্য কনক্লুশন (২০১৭)। সব ছবিতেই তাঁদের কেমিস্ট্রি দেখার মত, অনুষ্কা তো প্রভাসকে বাহুবলীর ভিলেন রানা ডাগ্গুবাটির থেকে বেশি সেক্সি আখ্যা দিয়েছেন। প্রভাস এও জানিয়েছেন, মহিলা ভক্তরা নিশ্চিন্ত থাকতে পারেন, তাঁর এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নেই। এ নিয়ে এখন তিনি ভাবছেনও না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















