Prabhat Roy Wife: দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রভাত রায়ের স্ত্রী
Prabhat Roy Wife: প্রভাত রায় ও জয়শ্রী রায় নিঃসন্তান। ফলে মুখাগ্নি করেন পরিচালকের দূর সম্পর্কের ভাইপো দীপঙ্কর রায়। স্ত্রী চলে যাওয়ায় ভেঙে পড়েছেন পরিচালক।
কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়ের (Prabhat Roy) স্ত্রী জয়শ্রী (Jayasree Roy)। শয্যাশায়ী ছিলেন টানা ৬ মাস। অবশেষে থামল লড়াই। একা করে গেলেন পরিচালককে।
প্রয়াত প্রভাত রায়ের স্ত্রী
জীবনসঙ্গীকে হারালেন প্রভাত রায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নিজেই জানালেন দুঃসংবাদ। জানা গেছে পা ভেঙে গিয়েছিল জয়শ্রী রায়ের। অস্ত্রোপচার করে তাতে বসানো হয়েছিল প্লেট। কিন্তু তাতে সমস্যা না কমে উল্টে বেড়ে যায়। সেই প্লেট খুলে সেপটিক হয়ে যায়। জয়শ্রী রায় সুস্থ হতে পারেননি আর।
প্রভাত রায় ও জয়শ্রী রায় নিঃসন্তান। ফলে মুখাগ্নি করেন পরিচালকের দূর সম্পর্কের ভাইপো দীপঙ্কর রায় (Dipankar Roy)। স্ত্রীয়ের বিয়োগে ভেঙে পড়েছেন পরিচালক। তিনি জানান, দুদিন অন্তর অন্তরই হাসপাতালে ভর্তি হতে হত জয়শ্রী দেবীকে। শেষ কিছুদিন প্রচণ্ড কষ্টে কাটিয়েছেন। পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্টে শোকবার্তা জানিয়েছেন টলিউডের একাধিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Stories On The Next Page: ভাই-বোনের সমীকরণের গল্প, দিতিপ্রিয়ার হিন্দি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে
নিঃসন্তান বর্ষীয়ান দম্পতি একে অন্যের পরিপূরক ছিলেন। জয়শ্রী দেবীর মৃত্যুর খবরে এসেছিলেন আত্মীয়রা। তাঁরাই শেষকৃত্যে ছিলেন। আপাতত নিজেকে সামলাতে চান প্রভাত রায়। কাজের কথা এখনই ভাবছেন না তিনি।
আরও পড়ুন: Shabaash Mithu Release Date: মুক্তির তারিখ ঘোষণা সৃজিত-তাপসীর 'সাবাশ মিঠু' ছবির
আরও পড়ুন: Irrfan Khan Death Anniversary: স্মরণে ইরফান খান, এই সপ্তাহান্তে দেখতে পারেন এই পাঁচ ছবি
জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রভাত রায় বাংলা সিনে দুনিয়ায় উজ্জ্বল নাম। 'শ্বেত পাথরের থালা' ও 'লাঠি'র জন্য জাতীয় পুরস্কার পান। বহু অভিনেতা তাঁর হাত ধরেই এসেছে সিনেমায়। আর গোটা জীবনে তাঁর একমাত্র সঙ্গী ছিলেন স্ত্রী জয়শ্রী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রভাত রায়।
১৯৮৩ সালে 'প্রতিদান' ছবি দিয়ে শুরু করেন প্রভাত রায়। সত্তর দশকের শুরুর দিকে সহ পরিচালক হিসেবে কাজ শুরু করেন।