Stories On The Next Page: ভাই-বোনের সমীকরণের গল্প, দিতিপ্রিয়ার হিন্দি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে
৩টি ছোট ছোট গল্পের অ্যান্থোলজি সিরিজ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পোস্টারেও রয়েছে তাঁর ছাপ। ডিজনিপ্লাস হটস্টারে ৬ তারিখ মুক্তি পাবে এই সিরিজ।
কলকাতা: একদিকে সিনেমা, অন্যদিকে ওয়েব সিরিজ, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এখন ব্যস্ত অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনয় করা ‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’-এর ট্রেলার (Stories On Next Page)। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই ট্রেলার শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া। ৩টি ছোট ছোট গল্পের অ্যান্থোলজি সিরিজ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পোস্টারেও রয়েছে তাঁর ছাপ। ডিজনিপ্লাস হটস্টারে ৬ তারিখ মুক্তি পাবে এই সিরিজ।
দিতিপ্রিয়ার ওয়েব সিরিজ
‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’ বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনটি ছোট ছোট গল্প। সম্পর্কের টানাপোড়েন, জীবনের ওঠা-পড়া, ভুল স্বীকার, ক্ষমা... তারপর আবার নতুন শুরু। একই ছবিতে রয়েছে তিনটি গল্প, অ্যান্থোলজি সিরিজ। হিন্দিতে বব বিশ্বাস ছবিতে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া। এবার এই অ্যান্থোলজি সিরিজে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
আরও পড়ুন: Belashuru: ভাগ করে নিতেন বিস্কুট, শ্যুটিং সেটে পোশাক শিল্পীকে মনিটর দেখতে বলতেন স্বাতীলেখা!
অন্যদিকে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির টিজার মুক্তি পেল নববর্ষের দিন। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'
এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'আয় খুকু আয় ছবির অফিসিয়াল টিজার।' বাবা ও মেয়ের গল্প নিয়ে আসছে 'আয় খুকু আয়'। ছবির লুক নজর কেড়েছিল আগেই। এরপর প্রকাশ্যে আসে মুক্তির তারিখ। ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়'।
">