Prakash Raj on Chandrayaan 3: প্রথমে 'বিতর্কিত পোস্ট', চন্দ্রযান ৩ সাফল্য পেতেই সুর বদলে প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ রাজ
Prakash Raj on Chandrayaan 3 Success: বুধবার, চন্দ্রযান মাটি ছোঁয়ার পরেই 'এক্স' -এ ভূয়সী প্রশংসা করলেন প্রকাশ। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন...
![Prakash Raj on Chandrayaan 3: প্রথমে 'বিতর্কিত পোস্ট', চন্দ্রযান ৩ সাফল্য পেতেই সুর বদলে প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ রাজ Prakash Raj on Chandrayaan 3: Veteran Actor Prakash Raj praised Chandrayaan 3 after successful landing, know in details Prakash Raj on Chandrayaan 3: প্রথমে 'বিতর্কিত পোস্ট', চন্দ্রযান ৩ সাফল্য পেতেই সুর বদলে প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ রাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/3918a621dd68bcca270e5ef2f6abed4f169285127891249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চন্দ্রযানের সাফল্যের প্রার্থনায় যখন মগ্ন ছিল গোটা দেশ, তখন সেই মিশনকে কটাক্ষ করেই বাঁকা পোস্ট করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এর ফল ভাল হয়নি মোটেই। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের পোস্টের সাফাই দিয়ে অপর পোস্ট করলেও, তা নেহাতই ধোপে টেঁকেনি। কিন্তু 'চন্দ্রযান ৩' চাঁদের মাটি ছোঁয়ার পরেই সুর বদলাল বর্ষীয়ান অভিনেতার 'এক্স' এর দেওয়ালে। চন্দ্রাভিযানকে ভূয়সী প্রশংসায় ভরালেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।
ঠিক কী হয়েছিল বিষয়টা? একটু পিছন ফিরে দেখা যাক তবে। ঘটনার সূত্রপাত রবিবার। অভিনেতা প্রকাশ রাজ মাইক্রোব্লগিং সাইট 'এক্স'-এ তাঁর হ্যান্ডলে একজন মানুষের ক্যারিকেচার ছবি পোস্ট করেন যেখানে সেই ব্যক্তিকে শার্ট ও লুঙ্গি পরে চা ঢালতে দেখা যায়। পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। গোটা ভারত যখন অতি উৎসাহে অপেক্ষায় 'চন্দ্রযান ৩'-এর সাফল্য দেখার জন্য, যে মিশনের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশবাসীর আবেগ, সেটা নিয়ে মজা মোটেই বরদাস্ত করেননি নেটিজেনরা। শুরু হয় অভিনেতার পোস্ট নিয়ে ট্রোলিং। আর সেই ট্রোলিংয়ের ঝাঁঝ এতটাই যে সোশ্যাল মিডিয়ায় একটি পাল্টা পোস্ট করতে হয় প্রকাশকে। আগের পোস্ট রিশেয়ার করে অভিনেতা সোমবার ফের লেখেন, 'যাদের ঘৃণা করার, তারা ঘৃণা করবেই। আমি নিছকই মজা করছিলাম। এই ছবিটা দিয়ে আমি আমাদের কেরালার চা-ওয়ালাকে উদযাপন করতে চেয়েছিলাম। যাঁরা ট্রোলিং করছেন তাঁরা কোন চা-ওয়ালাকে দেখতে পেলেন? যদি আপনি কোনও মজা বুঝতে না পারেন, তাহলে মজাটা আপনাকে নিয়েই করা হয়েছে। এবার একটু বড় হন।'
তবে এই সাফাই যে একেবারেই মন মতো হয়নি, তা বোঝা গেল মঙ্গলবার। কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। মঙ্গলবার পুলিশের তরফে বলা হয়েছিল যে, 'অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের 'চন্দ্রযান ৩' মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে'। তাঁরা আরও বলেন, 'বগলকোট জেলার বানাহাট্টি পুলিশ স্টেশনে হিন্দু অর্গানাইজেশনের নেতারা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং দ্রুত পদক্ষের নেওয়ার দাবি করেছেন।'
তবে বুধবার, চন্দ্রযান মাটি ছোঁয়ার পরেই 'এক্স' -এ ভূয়সী প্রশংসা করলেন প্রকাশ। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ভারত আর গোটা বিশ্বের মানুষের কাছে এ এক গর্বের মুহূর্ত। অনেক ধন্যবাদ ইসরো (ISRO), চন্দ্রযান ৩ (Chandrayaan 3), বিক্রম ল্যান্ডার (Vikram Lander) আর এই মিশনের সঙ্গে যুক্ত সবাইকে, যাঁদের জন্য এটা সম্ভব হয়েছে। আশা করি এই মিশন এই মহাবিশ্ব সম্পর্কিত অনেক অনেক রহস্য উদঘাটন করবে।'
এই পোস্ট সত্যিই শুভেচ্ছা নাকি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা.. সেই উত্তর অজানা।
আরও পড়ুন: Chandrayaan 3: অক্ষয় নায়ক, চন্দ্রযান ৩-র সাফল্য নিয়ে ছবি হবে বলিউডে? সোশ্যাল মিডিয়া ভাসল মিমে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)