Prateik Babbar: মুছে ফেললেন 'বব্বর' পদবি, জুড়লেন মায়ের নাম! কেন এই পদক্ষেপ নিলেন প্রতীক?
Prateik Babbar News: ছোট থেকেই নাকি বাবার কাছে কেবল অবজ্ঞাই পেয়ে এসেছেন তিনি। সেই কারণেই কি জীবনে এই বড় পদক্ষেপ নিলেন প্রতীক বব্বর?

কলকাতা: বাইরের জগত তাঁকে চেনে তারকা সন্তান হিসেবেই। তিনি রাজ বব্বরের পুত্র। সেটাই ছিল তাঁর বলিউডে পা রাখার প্রথম ধাপ। বলিউড প্রথমে তাঁকে চিনেছিল রাজ বব্বরের পুত্র হিসেবেই। অনেকেই মনে করতে পারেন, কেরিয়ারের শুরুতে এই পরিচয়ের জন্য বোধহয় অনেক সুবিধা পেয়েছেন প্রতীক বব্বর। কিন্তু আদৌ কি তাই? ওই যে বলে না, প্রদীপের নিচে বোধহয় অন্ধকারটা সবচেয়ে বেশি হয়! সেই ঘটনাই নাকি ঘটেছিল অভিনেতা প্রতীক বব্বরের সঙ্গে। খুব ছোট বয়সে মারা যান মা স্মিতা পাতিল। রাজ বব্বরের কাছেই তাঁর বড় হয়ে ওঠা। কিন্তু ছোট থেকেই নাকি বাবার কাছে কেবল অবজ্ঞাই পেয়ে এসেছেন তিনি। সেই কারণেই কি জীবনে এই বড় পদক্ষেপ নিলেন প্রতীক বব্বর?
নিজের নামের পাশ থেকে বব্বর পদবি সরিয়ে ফেলেছেন প্রতীক। বদলে নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন মায়ের নাম। এখন তাঁর পরিচয় প্রতীক স্মিতা পাতিল। আর তাঁর এই সিদ্ধান্তে তিনি পাশে পেয়েছেন স্ত্রী প্রিয়াকে। তিনি বলেছেন, 'ছোটবেলা থেকেই ওর বাবা ওর জীবনের কিছুর মধ্যেই ছিলেন না।' অন্যদিকে প্রতীক জানিয়েছেন, তিনি ভাবিত নন এই বব্বর পদবি বদলে ফেলার জন্য তাঁর কেরিয়ারে কী প্রভাব পড়বে বা আদৌ পড়বে কি না। প্রতীকের কথায় 'আমি শুধু ভেবেছি কোন কাজটা আমার মনকে আনন্দ দেবে। কিসে আমি ভাল থাকব,সেটাই শুধু ভেবেছি। এই কাজটা আমার কেরিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না, অত সাতপাঁচ আমি ভাবিনি। এর পরিণতি কী হবে তা নিয়ে আমি একেবারেই ভাবিত নই। আমি কেবল চিন্তা করি যে, এই নামটি শুনলে আমার কেমন অনুভূতি হয়। আমার মা, তাঁর নাম এবং তাঁর উত্তরাধিকারের সঙ্গে আমার সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে যুক্ত থাকা উচিত। আমার মনে হয় না, অন্য কারও নাম সেই উত্তরাধিকারকে কলঙ্কিত করতে পারে।'
ফেব্রুয়ারি মাসেই নতুন জীবন শুরু করেছেন প্রতীক বব্বর। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে প্রতীক লিখেছিলেন, 'আমি প্রতিটা জন্মেই তোমায় বিয়ে করতে চাইব'। জানা গিয়েছিল, ঘনিষ্ঠদের নিয়ে, খুব ছোট করেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন প্রতীক ও প্রিয়া। হাজির ছিলেন তাঁদের পরিবারের ও বন্ধুদের মুষ্ঠিমেয় কিছু মানুষ। বান্দ্রায় প্রয়াত স্মিতা পাতিলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন প্রতীক আর প্রিয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি প্রকাশ্যে এসেছিল, তার প্রত্যেকটা ছবিতেই ভীষণ আবেগপ্রবণ দেখাচ্ছে প্রতীককে। কখনও তিনি স্ত্রীয়ের কাঁধে মাথা রেখেছেন, কখনও আবার বসে রয়েছেন মায়ের ছবির সামনে কখনও আবার স্ত্রীকে চুম্বন করছেন। পাশাপাশি প্রিয়াও যেন আগলে রেখেছেন প্রতীককে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
