Preity Zinta: জীবনের প্রথম ফটোশ্যুট! পুরনো ছবি ঘাঁটতে গিয়ে মিলল 'অমূল্য রত্ন', প্রীতি জিন্টার বয়স তখন কত?
Preity Zinta: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন প্রীতি জিন্টা। বয়স তখন তাঁর কুড়ির আশেপাশে। ছবি শেয়ার করে কী লিখলেন তিনি?
নয়াদিল্লি: আপাতত আইপিএল (IPL) নিয়ে ব্যস্ত 'পাঞ্জাব কিংস' (Punjab Kings) মালকিন, অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। তার মাঝেই সময় বের করে নিজের পুরনো ছবি ঘাঁটছিলেন নায়িকা। সেই খনি থেকেই সন্ধান মিলল অমূল্য রতনের। সোশ্যাল মিডিয়ায় সোমবার সেই ছবি পোস্ট করলেন পর্দার 'জারা'। তাঁর জীবনের প্রথম ফটোশ্যুটের ছবি। কেমন দেখতে ছিল তাঁকে? ছবি শেয়ার করে কী লিখলেন তিনি? (Throwback Picture)
প্রথম ফটোশ্যুটের ছবি শেয়ার প্রীতির
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন প্রীতি জিন্টা। বয়স তখন তাঁর কুড়ির আশেপাশে। জীবনের প্রথম ফটোশ্যুটের (first ever photoshoot) ছবি সেটি। ক্যাপশনে নিজেই লেখেন, যে পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই নজরে পড়ে তাঁর এই ছবি, যা অনুরাগীদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারেননি তিনি।
এদিন ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কিছু পুরনো জিনিস ঘাঁটছিলাম এবং এই ছবিটা খুঁজে পেলাম। ওহ মাই গড! আমার প্রথম ফটোশ্যুট... আমি তখন কুড়ি আর আমি ভাবতাম যে এই জগত সম্পর্কে আমার যা যা জানার সব জানা হয়ে গিয়েছে.. শুধুমাত্র ফটোশ্যুটে ঠিক করে পোজ দেওয়ার কায়দা ছাড়া।'
View this post on Instagram
সিনেমায় বিশেষ তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই স্মৃতির পাতা উল্টে ২০০৪ সালের ছবি 'বীর জারা'র কথা জানিয়ে পোস্ট করেছিলেন। বলিউডের বাদশাহ্ শাহরুখ খানের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। একটি গানের রিহার্সালের ভিডিও পোস্ট করেন তিনি। শাহরুখ খানের সঙ্গে তিনি 'বীর জারা' ছাড়াও 'দিল সে', 'কল হো ন হো'র মতো একাধিক সুপারহিট সিনেমায় কাজ করেছেন।
আরও পড়ুন: Heeramandi Trailer Date: ওটিটিতে আসছে সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি', কবে মুক্তি পাবে ট্রেলার?
এর আগে একদিন একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন অনেকেই নাকি বলেন প্রীতি জিন্টা তাঁর আসল নাম নয়। কিন্তু একথা যে সম্পূর্ণ অসত্য নিজেই জানান তিনি। একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী বলেন, 'সকলকে নমস্কার। আমি এসেছি আজ কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে প্রীতি জিন্টা আদৌ আমার আসল নাম কি না, না কি প্রীতম সিংহ জিন্টা আমার আসল নাম। তাই আমি পরিষ্কার করে দিতে চাই যে প্রীতম সিংহ জিন্টা কখনওই আমার নাম ছিল না। আমি জানি না এটা কীভাবে গুগল বা উইকিপিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। আমার আসল নাম চিরকালই প্রীতি জিন্টা ও এখন আমি তার সঙ্গে 'জি' যোগ করেছি, গুডএনাফের G। কিন্তু যেহেতু এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই একটা G আমার জন্য 'গুড এনাফ'। তাই এখন আমি প্রীতি জি জিন্টা।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।