এক্সপ্লোর
Advertisement
সলমনের ‘দবাং ৩’ সিনেমায় ক্যামিও চরিত্রে প্রীতি জিন্টা!
সলমন খান তাঁর ‘দবাং’ সিরিজের সিনেমার তৃতীয় কাহিনী নিয়ে প্রস্তুত। সিনেমার মুক্তির তারিখ নিয়ে তিনি ইতিমধ্যেই অনুরাগীদের জানিয়েছেন। সিনেমায় এই সিকোয়েলের আগের দুটি সিনেমার মতো তৃতীয়টিতেও সোনাক্ষী সিনহাকে দেখা যাবে।
মুম্বই: সলমন খান তাঁর ‘দবাং’ সিরিজের সিনেমার তৃতীয় কাহিনী নিয়ে প্রস্তুত। সিনেমার মুক্তির তারিখ নিয়ে তিনি ইতিমধ্যেই অনুরাগীদের জানিয়েছেন। সিনেমায় এই সিকোয়েলের আগের দুটি সিনেমার মতো তৃতীয়টিতেও সোনাক্ষী সিনহাকে দেখা যাবে। সেইসঙ্গে বলিউডের আরও এক প্রথমসারির অভিনেত্রীকে ‘দবাং ৩’ সিনেমায় দেখা যাবে। তিনি হলেন প্রীতি জিন্টা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতে এমনই ইঙ্গিত মিলেছে।
প্রীতি গত বৃহস্পতিবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সলমন খানের সঙ্গে তাঁর কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের চমক দিয়েছেন। ইনস্টাগ্রামে সলমনের সঙ্গে প্রীতির এই ছবি ‘দবাং ৩’ সিনেমায় তাঁর ক্যামিও-র ভূমিকায় থাকার ইঙ্গিত দিয়েছে।
এরমধ্যে একটি ছবির ক্যাপশনে প্রীতি ‘দবাং ৩’ সিনেমার প্রসঙ্গ উল্লেখ করেছেন।
ছবিগুলিতে প্রীতিকে নীল রঙের পুলিশের উর্দিতে দেখা যাচ্ছে। আর সলমনকে তাঁর পরিচিত চুলবুল পান্ডের লুকে। সলমনের সঙ্গে প্রীতির এই ছবি দুজনেরই অনুরাগীদের কাছেই চমক হিসেবেই হাজির হয়েছে। কেউ কেউ বলছেন, ‘দবাং ৩’-তে সামিল হয়েছেন প্রীতি। আবার কারুর কারুর অনুমান, প্রীতি শুধুমাত্র সিনেমার সেটে মজা করতে পৌঁছেছিলেন। এই সিনেমা আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement