Modi Meets Team 'The Elephant Whisperers': প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অস্কারজয়ী গুণীত মোঙ্গা ও কার্তিকি গঞ্জালভেস
'The Elephant Whisperers': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে এদিন পোস্ট করে কার্তিকি ও গুণীতের সাক্ষাতের কথা জানানো হয়।
নয়াদিল্লি: বৃহস্পতিবার অস্কারজয়ী (Oscars 2023) প্রযোজক (Producer) গুণীত মোঙ্গা (Guneet Monga) ও পরিচালক (Director) কার্তিকি গঞ্জালভেসের (Kartiki Gonsalves) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (95th Academy Awards) মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট (Documentary Short Film) বিভাগে অস্কার পেয়েছে ভারতীয় ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)।
গুণীত-কার্তিকির প্রধানমন্ত্রী সাক্ষাৎ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে এদিন পোস্ট করে কার্তিকি ও গুণীতের সাক্ষাতের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী ভারতীয় প্রযোজক ও পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ''দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর সিনেমাটিক ঔজ্জ্বল্য এবং সাফল্য বিশ্বব্যাপী নজর আকর্ষণের পাশাপাশি প্রশংসাও পেয়েছে। আজ, এই ছবির সঙ্গে জড়িত দুর্দান্ত টিমের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি। ওঁরা ভারতকে গর্বিত করেছে।'
The cinematic brilliance and success of ‘The Elephant Whisperers’ has drawn global attention as well as acclaim. Today, I had the opportunity to meet the brilliant team associated with it. They have made India very proud. @guneetm @EarthSpectrum pic.twitter.com/44u16fbk3j
— Narendra Modi (@narendramodi) March 30, 2023
'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এক স্থানীয় দম্পতি, বোমান ও বেলির গল্প বলে। যাঁরা পেশায় মাহুত বা 'এলিফ্যান্ট হুইস্পারার্স'। রঘু নামের এক অনাথ হস্তিশাবককে দায়িত্ব নিয়ে বড় করে তোলার গল্প দেখা যায় এই ছবিতে। অস্কার জিতলেও এখনও নিজেদের কাজে, নিষ্ঠায় অচল তাঁরা। সম্প্রতি এক ছবি পোস্ট করে পরিচালক জানান যে তাঁদের দায়িত্বে এখন নতুন হস্তি শাবক এসেছে। তামিলনাড়ুর বন দফতর উদ্ধার করেছে একটি ৪ মাসের হস্তিশাবককে। অনেক চেষ্টা করেও তাকে দলে ফেরাতে পারেননি বন দফতরের কর্মীরা। আর তাই সেই হস্তিশাবকদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে ওই মাহুত দম্পতির ওপর। তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের গল্প এটি। তথ্যচিত্রে প্রকৃতির সঙ্গে মানুষ ও পশুপাখির স্বাভাবিক মেলবন্ধনের কথাও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: Kohli-Shahrukh Fans Spat: কী কারণে সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়ালেন শাহরুখ-বিরাটের সমর্থকরা?
এই ছবিটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ (Netflix) দেখতে পাবেন। ৮ ডিসেম্বর ২০২২ সালে নেটফ্লিক্সেই মুক্তি পায় ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ছাড়াও এই ছবি নিউ ইয়র্কের বার্ষিক ডক্যুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল 'ডক এনওয়াইসি'তে শর্টলিস্টেড হয়েছিল। 'মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর 'হলিউড মিউজিক'-এ এই ছবির আবহ মনোনীত হয়েছিল। এছাড়া 'আইডিএ ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস'-এ 'বেস্ট শর্ট ডকুমেন্টারি' বিভাগে মনোনয়ন পায় এই ছবি।