Kohli-Shahrukh Fans Spat: কী কারণে সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়ালেন শাহরুখ-বিরাটের সমর্থকরা?
Virat Kohli-Shahrukh Khan: এক নেটিজেন শাহরুখ না বিরাট, কে বেশি বড় তারকা, সেই বিষয়ে একটি পোল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোল ঘিরেই যত কাণ্ড।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজন নিজেদের আবেগ, মতামত করে থাকেন। তবে অনেক সময়ই এই সোশ্যাল মিডিয়া আবার বিবাদের স্থানও হয়ে উঠে। সদ্যই এমন ঘটনাই দেখা গেল। এক পোস্টকে ঘিরে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই মহাতারকার সমর্থককুল। শাহরুখ খান (Shahrukh Khan) না বিরাট কোহলি (Virat Kohli), কে বেশি বড় তারকা সেই নিয়েই দুই তারকার ভক্তরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়ান।
দ্বন্দ্বে জড়ালেন সমর্থকরা
সোশ্যাল মিডিয়ায় দুই ক্রিকেটারের মধ্যে কে সেরা বা দুই অভিনেতার মধ্যে কে বেশি ভাল, সেই নিয়ে চর্চা লেগেই থাকে, কিন্তু এবার এক নেটিজেন শাহরুখ না বিরাট, কে বেশি বড় তারকা, সেই বিষয়ে একটি পোল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোল ঘিরেই যত কাণ্ড। নিজের প্রিয় তারকা কেন সেরা সেই যুক্তি একাধিক মিমও পোস্ট করা হয়।
Who is a bigger personality and achiever globally ?
— Slog Sweep-189 (@SloggSweep) March 27, 2023
But believe me bro shah rukh khan has bigger fanbase than Virat Kohli pic.twitter.com/ufwD29lKHk
— Kevin (@imkevin149) March 29, 2023
Shah Rukh Khan Virat Kohli
— 𝙎𝙖𝙣𝙠𝙚𝙩 ♔︎ (@KnightOfEden_) March 28, 2023
Owner of Gets Owned by
5 Cricket Every Cricket
Teams Team pic.twitter.com/W2vkOqmN4S
Well, if the comparison between Virat Kohli and Shah Rukh Khan is about popularity then just this picture is enough to answer the question, he is the greatest of this generation and he will remain the greatest ! 🐐 pic.twitter.com/zPut15rWEH
— Akshat (@AkshatOM10) March 27, 2023
প্রসঙ্গত, পোলটিতে বিরাট কোহলি অল্পের জন্য শাহরুখকে পিছে ফেলে জিতে যান। শাহরুখের ৪৫.৬ শতাংশ ভোটের জবাবে বিরাট কোহলি ৫৪.৪ শতাংশ ভোট পান।
হতাশ বিরাট
প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর আপলোড করা প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকেই তাঁর অনুরাগীরা নজর রাখেন। বিরাটও প্রায়শই নিজের জীবনের না না মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস ১০-র মার্কশিট আপলোড করলেন।
বিরাটের মার্কশিটে হিন্দি, ইংরেজি, অঙ্কের মতো না না বিষয়ের নম্বর দেখা গেলেও, স্পোর্টস বিষয়ক কোনওকিছুরই উল্লেখ তাঁর মার্কশিটে নেই। এই নিয়ে খানিকটা নিজের হতাশা প্রকাশ করে এবং খেলাধূলাকে পঠনপাঠনের অঙ্গ করে তোলার দাবি জানিয়ে বিরাট লেখেন, 'মার্কশিটে যে বিষয়গুলিকে ন্যূনতম গুরুত্বও দেওয়া হয় না, জীবন ও চরিত্র গঠনে অনেক সময় সেই বিষয়গুলিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে খেলারও উল্লেখ থাক।'
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিট আপলোড করে হতাশা প্রকাশ করলেন কোহলি, কিন্তু কেন?