এক্সপ্লোর
Advertisement
প্রথম ভারতীয়, সর্বোচ্চ আয়ের টিভি অভিনেত্রীদের তালিকায় প্রিয়ঙ্কা চোপড়া
নিউ ইয়র্ক: ‘কোয়ান্টিকো’র সাফল্যের মুকুট উঠেছে মাথায়। এবার এক নামী আন্তর্জাতিক ম্যাগাজিনের তৈরি তামাম দুনিয়ার সর্বোচ্চ আয়ের টিভি অভিনেত্রীদের তালিকায় প্রথম ভারতীয় হিসাবে স্থান পেলেন প্রিয়ঙ্কা চোপড়া। তালিকায় তিনি রয়েছেন আটে।
সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী টিভি অভিনেত্রীদের সারিতে এবার নিয়ে টানা পঞ্চমবার এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা। তাঁর আয় ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে সবটা তাঁর হিট টিভি শো ‘মডার্ন ফ্যামিলি’ থেকে আসেনি।
প্রিয়ঙ্কার আয়ের অঙ্ক ১১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর এবিসি-র ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক অভিনয়ের জগতে পা রাখেন বলিউড-সফল এই অভিনেত্রী। ওই টিভি শো-এর দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত এক বছরে দুটি বলিউডি ছবি ‘বাজিরাও মাস্তানি’ ও ‘জয় গঙ্গাজল’-এ অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। পাশাপাশি ‘বেওয়াচ’ দিয়ে হলিউডি ফিল্মিতেও আত্মপ্রকাশ হবে তাঁর। ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গে রয়েছেন বিশ্বের সর্বোচ্চ আয় করা অভিনেতা ডোয়েইন জনসন সহ বাঘা বাঘা হলিউড তারকারা। ম্যাগাজিনটি জানাচ্ছে, অধিকাংশ টিভি অভিনেত্রীর মতোই প্রিয়ঙ্কার আয় করা কোটি কোটি ডলার শুধুমাত্র টিভির পর্দা থেকেই আসেনি। দেশের বিজ্ঞাপন দুনিয়ার সবচেয়ে পছন্দের মুখও তিনি।
আমেরিকার বিনোদন দুনিয়াতেও এখনও পর্যন্ত দারুণ সফল প্রিয়ঙ্কা। বেশি রাতের টিভি টক শো ছাড়াও এ বছর অস্কার পুরস্কার বিতরণের মঞ্চেও আলো ছড়িয়েছেন তিনি। সামনের সপ্তাহে এমি পুরস্কারও বিতরণ করবেন তিনি। ২৪ সেপ্টেম্বরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল, ২০১৬-র উপস্থাপকদেরও অন্যতম তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement