Priyanka-Nick: লস অ্যাঞ্জেলসে সাধের বাড়ি ছাড়তে 'বাধ্য' নিক-প্রিয়ঙ্কা, বিক্রেতার বিরুদ্ধে মামলা দম্পতির
LA Mansion: ৭টি বেডরুম, ৯টি বাথরুম, বাতানুকূল ওয়াইন সেলার, শেফস কিচেন, হোম থিয়েটার, বোলিং অ্যালে, স্পা, স্টিম শাওয়ার, জিম ও একটি বিলিয়ার্ড রুম সম্পন্ন বিলাসবহুল প্রপার্টি ২০ মিলিয়ন ডলার দিয়ে কেনেন।
নয়াদিল্লি: ২০১৯ সাল থেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের সাধের বাড়ি। লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে থাকতেন গ্লোবাল তারকা প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। কিন্তু এবার সেই সুখের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন তারকা দম্পতি! কিন্তু কেন? কী এমন হল? আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'পেজ সিক্স' সূত্রে খবর, ওই বাড়িটি তাঁদের পক্ষে 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠছিল।
সাধের বাসস্থান ছাড়তে 'বাধ্য' হলেন নিক-প্রিয়ঙ্কা, কেন?
২০১৯ সালে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রপার্টি নিয়ে সেখানেই পেতেছিলেন সাধের সংসার। কিন্তু সেই বাড়ি 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠেছে এখন। বাড়িটিতে জলের সমস্যার ফলে ক্ষতিগ্রস্ত (mold infestation) হচ্ছে গোটা প্রপার্টি এবং দম্পতি এখন বাড়ির বিক্রেতাদের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্পত্তির ক্ষতির ফলে বাড়িটিকে 'স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বাসের ক্ষেত্রে বিপজ্জনক' করে তুলেছে।
৭টি বেডরুম, ৯টি বাথরুম, বাতানুকূল ওয়াইন সেলার, শেফস কিচেন, হোম থিয়েটার, বোলিং অ্যালে, স্পা, স্টিম শাওয়ার, জিম ও একটি বিলিয়ার্ড রুম সম্পন্ন এই বিলাসবহুল প্রপার্টি ২০১৯ সালে ২০ মিলিয়ন ডলার দামে কেনেন তারকা দম্পতি। ২০২৩ সালের মে মাসে দায়ের হওয়া মামলা অনুযায়ী, সম্পত্তি কেনার পর থেকেই পুল ও স্পায়ে সমস্যা দেখা যেতে শুরু করে। ওয়াটারপ্রুফিংয়ে সমস্যার ফলে 'ছত্রাকজাত দূষণ এবং সম্পর্কিত সমস্যা' দেখা যাচ্ছিল। অভিযোগে বলা হয় ওই একই সময়ে ডেকের ওপর বার্বিকিউ এরিয়াতেও জল লিকিংয়ের সমস্যা হয়।
প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস এখন ক্ষতিপূরণ চাইছেন। 'পেজ সিক্স' অনুসারে ওই মামলায় বলা হয়েছে, "অভিযোগকারীকে মেরামতের সমস্ত খরচের জন্য পরিশোধ করা উচিত', সেই সঙ্গে ওখানে থাকতে গিয়ে যা যা সমস্যা হয়েছে তারও ক্ষতিপূরণ দেওয়া উচিত। ওই প্রতিবেদন অনুযায়ী, ওই সম্পত্তি মেরামত করতে খরচ দেড় মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এবং প্রায় আড়াই মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে পারে, যা ভারতীয় মুদ্রায় ১৩ থেকে ২০ কোটি টাকার সমান।
যতদিন না বাড়ি সারাই না হচ্ছে প্রিয়ঙ্কা, নিক ও তাঁদের সন্তান মালতী মেরি লস অ্যাঞ্জেলসেই অপর একটি প্রপার্টিতে গিয়ে থাকছেন, কারণ তাঁদের সমস্ত কাজকর্ম সেখানেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে