এক্সপ্লোর
হোয়াইট হাউসে ওবামা দম্পতির সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ পেলেন প্রিয়ঙ্কা চোপড়া
মুম্বই: বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মুকুটে নতুন পালক। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জনপ্রিয় ক্রাইম-থ্রিলার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-র সাফল্যের পর হলিউডে মায় মার্কিন মুলুকে প্রিয়ঙ্কা এখন এক অতি পরিচিত নাম। সম্প্রতি, এই সিরিজের জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। এমনকী, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষকের ভূমিকাতেও দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকে।
আর এবার খোদ মার্কিন ফার্স্ট ফ্যামিলির তরফে আমন্ত্রণ। খবরে প্রকাশ, একা প্রিয়ঙ্কা নন। ই বিশেষ নৈশভোজের জন্য আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অভিনেতা ব্র্যাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা, গ্ল্যাডিস নাইট সহ হলিউডের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা। এই খবর জানা গিয়েছে প্রিয়ঙ্কার প্রতিনিধিদের মারফৎ।
তবে, অভিনেত্রী সেই নৈশভোজে হাজির হতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। এই মুহূর্তে কোয়ান্টিকোর শ্যুটিংয়ে কানাডায় ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। পাশাপাশি, মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। ফলে, সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই নৈশভোজের আয়োজক হোয়াইট হাউস করেসপন্ডেন্টেস অ্যাসোসিয়েশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা হলেন মূলত সাংবাদিক, যাঁরা হোয়াইট হাউসের খবরাখবর সংগ্রহ করে থাকেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement