এক্সপ্লোর
আমি এক সম্পর্কে বিশ্বাসী, অত্যন্ত গভীর প্রেমে জড়িয়েছিলাম, বললেন প্রিয়ঙ্কা চোপড়া

মুম্বই: হলিউডে প্রিয়ঙ্কা চোপড়াই এখন সম্ভবত সবথেকে জনপ্রিয় ভারতীয় মুখ। প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে ছবি করছেন তিনি, তাঁর টিভি সিরিয়াল কোয়ান্টিকোর নয়া সেশনও শিগগিরই শুরু হচ্ছে। এত ব্যস্ততার মধ্যেই প্রিয়ঙ্কা তাঁর কিছু ব্যক্তিগত বিষয়ে মুখ খুলেছেন এক সাক্ষাৎকারে। প্রিয়ঙ্কা বলেছেন, তিনি এক সম্পর্কে বিশ্বাসী। অত্যন্ত গভীর প্রেমের সম্পর্ক ছিল তাঁর কিন্তু প্রায় ১ বছর হয়ে গেল, তিনি সিঙ্গল। বহু মানুষের সঙ্গে তাঁর মেলামেশা রয়েছে, চান, কেউ তাঁর হৃদয় জিতে নিন। কিন্তু এমন কিছু হয়নি এখনও। যদিও কারও নাম করেননি তিনি। প্রিয়ঙ্কা বলেছেন, আমেরিকায় থাকাকালীন কারও সঙ্গে ডেট করেন তিনি যদিও সেই সম্পর্ক বিশেষ এগোয়নি। তাই দীর্ঘদিন পর এখন তিনি সিঙ্গল। অসংখ্য লোকের তিনি মনোযোগ পান কিন্তু তা নিয়ে কী হবে তা বুঝতে পারেন না। তবে একজন মেয়ে হিসেবে এ সব দেখে শুনে ভালই লাগে। ১৭ বছরের বেশি দীর্ঘ কেরিয়ারে বলিউডে বহু হিট ছবি দিয়েছেন প্রিয়ঙ্কা। তবে এখন তিনি ফোকাস করেছেন হলিউডে কেরিয়ার তৈরির দিকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















