Priyanka Chopra: 'কালো বেড়াল' বলা হত বলিউডে, গায়ের রঙের জন্য হেনস্থার শিকার হয়েছিলেন প্রিয়ঙ্কা?
Actress Priyanka Chopra: প্রিয়ঙ্কা জানিয়েছেন, বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত। তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত
কলকাতা: তাঁর সফর গিয়েছে বলিউড থেকে হলিউডে। শুধু অভিনয় নয়, গান থেকে শুরু করে ফ্যাশান সবকিছুতেই তিনি নিজের সাক্ষর রেখেছেন। কিন্তু নিজের বলিউড সফর সহজ ছিল না অভিনেত্রীর কাছে। সম্প্রতি বলিউডে গায়ের রঙ নিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
প্রিয়ঙ্কা জানিয়েছেন, বলিউডে নাকি তাঁকে 'কালো বেড়াল' বলা হত। তথাকথিত ফর্সা নন তিনি, তাই বলিউডে তাঁকে ‘ব্ল্যাক ক্যাট’ বলে সম্বোধন করা হত। অভিনেত্রীর মতে, আমাদের ঔপনিবেশিক অতীতের ধারণা থেকেই এই মনোভাব তৈরি হয়েছে। ১০০ বছর ধরে ব্রিটিশরা এমনটা বলে গিয়েছেন। আমরা এখনও সেই মানসিকতাই বয়ে নিয়ে চলেছি। অভিনেত্রী মনে করেন, তিনি যথেষ্ট সুন্দরী নন। আর তাই, কাজের ক্ষেত্রে আরও বেশি খাটতে হয়েছে বলে প্রিয়ঙ্কার দাবি। যদিও তাঁর ভাবনায়, তাঁর যে সব সহকর্মীর ত্বক উজ্জ্বল, তাঁদের থেকে তিনি সম্ভবত কিছুটা বেশি প্রতিভার অধিকারী।
আরও পড়ুন: Abir Mimi Film: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় এবার থ্রিলার ছবিতে আবীর-মিমির জুটি
ত্বকের রঙ নিয়ে হেনস্থা হওয়ার জন্য এর আগেও মুখ খুলেছেন ধনুশ ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁদের গায়ের রঙের জন্যই তাঁদের প্রথম প্রথম তথাকথিত নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে অসুবিধা হত। প্রিয়ঙ্কা ভাল গান করলেও গানকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করেননি প্রিয়ঙ্কা। তিনি বলেন, 'গানবাজনার সঙ্গে যুক্ত লোকেদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এত সময় নেই তাই গানের সঙ্গে যুক্ত থাকা হল না।'
প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, রকস্টারদের সম্মান করেন তিনি। তাঁর স্বামী নিক জোনাস জনপ্রিয় পপতারকা।তাঁর সঙ্গে বেড়াতে ভালবাসেন বলি অভিনেত্রী।