Abir Mimi Film: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় এবার থ্রিলার ছবিতে আবীর-মিমির জুটি
Abir Mimi Film: মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং।
কলকাতা: এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং।
সূত্রের খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
প্রেম নয়, এই ছবি থ্রিলার ঘরানার। পর্দায় তুলে ধরা হবে একটি বিশেষ ঘটনাকে। শোনা যাচ্ছে, মার্চ মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। তবে উইন্ডোজের (Windows) সঙ্গে এই প্রথম কাজ করছেন না আবির। 'উইন্ডোজ'-এর প্রযোজনায় সামনেই মুক্তি পাবে আবিরের নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। এই ছবিতে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র সঙ্গে জুটি বাঁধছেন আবির।
আরও পড়ুন: Pathan: এখনও দেখেন নি 'পাঠান'? সপ্তাহান্তে বিনামূল্য়ে পাবেন টিকিট
নতুন ছবি সম্পর্কে আবির বলছেন, 'এই বছর আমার দুটো ছবি উইন্ডোজের সঙ্গে। 'ফাটাফাটি' মুক্তি পাবে মে মাসে। আর তারপর মিমির সঙ্গে নতুন এই ছবি। মিমির সঙ্গে আগে সিনেমা করলেও এই প্রথম ওর বিপরীতে কাজ করব। অপেক্ষা করে আছি শুটিং শুরু করার।’ পরিচালকেরাও অধীর অপেক্ষায় রয়েছেন এই ছবির জন্য।
View this post on Instagram