এক্সপ্লোর
Advertisement
'মি টু' নিয়ে সোজাসাপ্টা প্রিয়ঙ্কা! কী বললেন শুনুন
...এখন আমার সঙ্গে কিছু ঘটলে, আমি প্রতিবাদ করতে ভয় পাবো না। জানি, আমি আর একা নই। আর কী বললেন তিনি, শুনব।
নিউইয়র্ক:নিক জোনাসের সঙ্গে সম্পর্ক থেকে বিয়ে, হলিউডে তাঁর সূচনা থেকে মি-টু আন্দোলন, সবকিছু নিয়ে খোলামেলা কথা বললেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি পিগি চপস নিউ ইয়র্ক এসেছিলেন 'ওমেন ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯'-এ যোগ দিতে। সেখানে প্রিয়ঙ্কা নানা বিষয়ে মন খোলা বক্তব্য রাখেন।
নিককে নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়ঙ্কা আরও বলেন, 'আমি ওঁকে ওল্ড ম্যান জোনাস বলে ডাকি। বাস্তবে নিক খুবই পরিণত মনের মানুষ। সংবেদনশীলও। নিক আমাকে মাটির সঙ্গে জুড়ে রাখে। আসলে আমায় নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল। যদিও আমি যা চাই, তাই করতে চাই। আর নিক যা চায়, তাতে আমি সহযোগিতা করি।'
প্রিয়ঙ্কা বলেন, যখন প্রথম নিকের সঙ্গে ডেট করতে শুরু করেছিলেন, তখন ভাবেনইনি তাঁকে বিয়ে করার কথা।'ওমেন ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯'এ টিনা ব্রাউনের সঙ্গে আলাপচারিতায় প্রিয়ঙ্কা তাঁর হলিউডের শুরুর দিনগুলোর কথাও বলেন মন খুলে। 'মি টু' আন্দোলন নিয়েও মন খুলে কথা বলেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, আগে মহিলাদের সঙ্গে নির্যাতন কথাটা জুড়েই থাকত। কারণ আগে কোনও মহিলার সঙ্গে এমনকিছু ঘটলে অন্য মহিলারাই তাঁর পাশে দাঁড়াত না। এমন নয় যে, মহিলারা আগে প্রতিবাদ করত না। কিন্তু সেই কথা শুনতে আগ্রহী ছিল না কেউ। এটাই এখনকার সঙ্গে আগেকার ফারাক। এখন মহিলারা অনেক বেশ জোটবদ্ধ। কেউ এখন আমাদের চুপ করাতে পারবে না। এখন আমার সঙ্গে কিছু ঘটলে, আমি প্রতিবাদ করতে ভয় পাবো না। জানি, আমি আর একা নই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement