Priyanka Sarkar: অস্কারের অন্তিম পর্যায়ের দৌড়ে সামিল প্রিয়ঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ়'
Priyanka Sarkar Film The Zebras: এই ছবিটি নিয়ে প্রিয়ঙ্কা সরকার বলছেন, 'অনীক যখন আমার কাছে ছবির অফারটা নিয়ে আসে, তখন থেকেই গল্পটা আমায় ভীষণ আকৃষ্ট করেছিল'
কলকাতা: অস্কারের অন্তম পর্যায়ের দৌড়ে সামিল প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ়' (The Zebras)। অ্যাকাডেমি পুরস্কার- এর অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার সামিল হলো প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়। অস্কারের মূল প্রতিযোগীতার আন্তর্জাতিক ছবির, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতন গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ছবিটি। ভবিষ্যৎ পৃথিবীতে কৃত্রিম মেধা ও মানবতার যে আক্রমণাত্মক সহাবস্থান, তার মানবিক ও দার্শনিক বিভাজনের কাহিনী উঠে এসেছে ছবির প্রেক্ষাপট জুড়ে।
এই ছবি নিয়ে পরিচালক অনীক বলছেন, 'এটা শুধু একটা ছবি নয়, 'দ্য জেব্রাজ়' হল সময়ের দলিল। এই ছবি এমন একটা সময়ের কথা বলে যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে বিভেদটা ক্রমশই ঝাপসা হয়ে আসে। অস্কারের দৌড়ের অন্তিম পর্যায়ে এই ছবির মনোনয়ন শুধু সম্মানের নয়, আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'
এই ছবিটি নিয়ে প্রিয়ঙ্কা সরকার বলছেন, 'অনীক যখন আমার কাছে ছবির অফারটা নিয়ে আসে, তখন থেকেই গল্পটা আমায় ভীষণ আকৃষ্ট করেছিল। খুব যত্ন নিয়ে, ভালবেসেই কাজটা করেছিলাম। তবে খুব ব্যস্ততার মধ্যেই শ্যুটিং করেছি। তা সত্ত্বেও একজন শিল্পী হিসেবে আমি কাজটা ভীষণ উপভোগ করেছি। এত বড় একটা গুরুত্বপূর্ণ মঞ্চে যখন ছবিটা গিয়েছে, তখন সেই শ্যুটিংয়ের দিনগুলো খুব মনে পড়ছে। কৃত্রিম মেধা বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের এই ছবি এমন একটা পৃথিবীর কথা বলে, যেখানে কৃত্রিম মেধা তার শীর্ষে রয়েছে। মানুষের জীবনে এই কৃত্রিম মেধার কী কী প্রভাব হতে পারে সেটাই দেখিয়ে দেবে আমাদের ছবি। সিনেমায় আমার চরিত্রের নাম সুমেরা। একজন মডেলের চরিত্র। গোটা ছবি জুড়ে আমার চরিত্রের প্রচুর ওঠাপড়া রয়েছে। আজ আমাদের ছবি অস্কারের দৌড়ে সামিল এটা ভেবে ভীষণ ভাল লাগছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।