Priyanka Health Update: বাইকের ধাক্কায় ডান পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো, বসেছে প্লেট; আপাতত জেনারেল বেডে প্রিয়াঙ্কা
কাল প্রিয়ঙ্কার আঘাতের জায়গা পরীক্ষা করবেন চিকিৎসকরা। ব্যথা কমছে কি না তাও দেখা হবে। অন্যদিকে, আজ অভিযুক্ত বাইক চালক বরিস রায়ের জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত।
পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সমীরণ পাল, কলকাতা: শ্যুটিং স্পটে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। তাঁর ডান পায়ে বসানো হয়েছে ২টি প্লেট। কাল প্রিয়ঙ্কার আঘাতের জায়গা পরীক্ষা করবেন চিকিৎসকরা। ব্যথা কমছে কি না তাও দেখা হবে। অন্যদিকে, আজ অভিযুক্ত বাইক চালক বরিস রায়ের জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত।
কবে সারবে অসুখ? কবে লাগাম টানা যাবে বেপরোয়া গতিতে? বেপরোয়া বাইকের ধাক্কায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের গুরুতর আহত হওয়ার পরে ফের বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। কর্ডন ভেঙে শ্যুটিং স্পটে বেপরোয়া বাইক! বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ডান পায়ের হাড় ভেঙে টুকরো!
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার আগের মুহূর্তে, শট দেওয়ার জন্য বাইকে বসে ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। হঠাৎ শ্যুটিং স্পটের কর্ডন ভেঙে ভিতরে ঢুকে পড়ে বেপরোয়া বাইক। প্রিয়াঙ্কার ডান পায়ে সজোরে ধাক্কা মারেন বাইক চালক! মাটিতে ছিটকে পড়েন অভিনেতা-অভিনেত্রী। অন্যরা ছুটে আসার আগেই বাইক নিয়ে ফেরার হয়ে যান অভিযুক্ত বরিস রায়।
অভিযুক্ত বরিস রায়কে রবিবার বারাসাত আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে IPC-র ২৭৯ নম্বর ধারায় - বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং IPC-র ৩৩৮ নম্বর ধারায় - গুরুতর আঘাতের মতো জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। ররিবার অভিযুক্ত যুবককে জামিন দেয় বারাসাত আদালত।
মারাত্মক দুর্ঘটনা! অভিনেত্রীর ডান পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো। এই ধরনের ঘটনা রুখতে গেলে আরও কড়া আইনি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন অনেকে। প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত জানিয়েছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, ধারাকে কঠোর করতে হবে, লাইসেন্স বাজেয়াপ্ত করতে হবে, এই মামলা করলে দুর্ঘটনা রোখা সম্ভব নয়।
শুক্রবার রাতে দুর্ঘটনার পরে গুরুতর আহত প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুর আমরি হাসপাতালে। শনিবার হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, প্রিয়ঙ্কার ডান পায়ে অপারেশন করে ২টি প্লেট বসানো হয়েছে। জোর আঘাত লাগায় হাড় কয়েক টুকরো হয়ে গিয়েছিল।
Open reduction internal fixation-এর মাধ্যমে তা জোড়া লাগানো হয়েছে। এই মুহূর্তে জেনারেল বেডে আছেন প্রিয়াঙ্কা। তাঁকে ব্যথা কমানোর ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সোমবার চিকিৎসকরা ব্যান্ডেজ খুলে আঘাতের জায়গা পরীক্ষা করবেন। ব্যথা কতটা কমেছে, সেটাও দেখা হবে।
নিবার অস্ত্রোপচারের পরই ভক্তদের উদ্দেশে অভিনেত্রী প্রিয়াঙ্কা বার্তা দিয়ে বলেন, আপনাদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার হয়েছে। এখন একদম ঠিক আছি। তবে সেরে উঠতে সময় লাগবে। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন।