'The Zebras': এবার এক ছবিতে প্রিয়ঙ্কা সরকার ও শারিব হাশমি, প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার
New Movie Trailer: 'দ্য জেব্রাস' ছবির গল্প মূলত AI ও তার বিপজ্জনক প্রভাব নিয়ে তৈরি। যদি ফটোগ্রাফি ও ফ্যাশন দুনিয়ায় AI প্রভাব বিস্তার করে তাহলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি, সেই নিয়েই ছবির গল্প।
কলকাতা: একই ছবিতে এবার বাংলার অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও বলিউড অভিনেতা শারিব হাশমি (Shareeb Hashmi)। প্রকাশ্যে এল 'দ্য জেব্রাস' (The Zebras) সিনেমার ট্রেলার (Trailer Out)। কী ধরনের গল্প বলবে এই ছবি?
প্রকাশ্যে 'দ্য জেব্রাস' ট্রেলার, কী গল্প বলবে এই ছবি?
'দ্য জেব্রাস' ছবির গল্প মূলত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার বিপজ্জনক প্রভাব নিয়ে তৈরি। যদি ফটোগ্রাফি ও ফ্যাশন দুনিয়ায় AI প্রভাব বিস্তার করে তাহলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি, সেই নিয়েই ছবির গল্প। এর থেকেই ছবির গল্প বোঝানোর চেষ্টা করে যে আমাদের প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো কতটা প্রয়োজনীয় যাতে পরবর্তীকালে আমরা তাদের দাসে পরিণত না হই। ছবির শুরুতে দেখা যাবে এক তথ্যচিত্র চিত্রগ্রাহক নিজের সাফল্যের হেরফের ঘটাতে চায় এবং প্রযুক্তির সাহায্যে নিজের তেষ্টা মেটানোর চেষ্টা করতে চায়। যার ফলে ধীরে ধীরে সে কীভাবে মূল চরিত্রগুলির বড়সড় বিপদ ডেকে আনে। মুখ্য চরিত্রে সুমেহেরা নামের এক ফ্যাশন মডেল ও পবন নামের এক বর্ষীয়ান চিত্রগ্রাহক। এরপর দেখা যাবে যে পরিস্থিতির শিকার গোটা সমাজ যাদের জীবনে হাজির হয় ভার্চুয়াল রাক্ষসেরা। এদের তৈরি করেছে AI, এবং এদের শিকার গোটা শহর।
View this post on Instagram
চিত্রগ্রাহক পবনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা শারিব হাশমিকে। তাঁর একটি ভিডিও পার্লার আছে, থাকেন বস্তিতে। ধীরে ধীরে তিনিও এই কৃত্রিম বুদ্ধিমত্তার জালে জড়িয়ে পড়েন। শেষে তাঁকে বদলা নিতে দেখা যায়। সুমেহেরার চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে। সাফল্যের শিখড়ে পৌঁছতে একাধিক চড়াই উতরাই পেরিয়ে আসা প্রথম সারির মডেল। তাঁর সাফল্যের সফরে প্রযুক্তির ব্যবহারও দেখা যাবে ছবিতে। অপেক্ষার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊষা বন্দ্যোপাধ্যায়কে। তথ্যচিত্র ঘরানার চিত্রগ্রাহক, যার ফলে সমাজের পতন শুরু হয়। AI-তে কারচুপি করে সমাজরে ধ্বংসের মুখে ঠেলে দেয় সে। ছবির পরিচালক অনীক চৌধুরী, যিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন: Cannes 2024: শুরু হচ্ছে '৭৭তম কান চলচ্চিত্র উৎসব'! কবে, কোথায়, কখন হবে অনুষ্ঠান?
ছবি মুক্তি পাবে দেশজুড়ে। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।